Bangladesh Update: ফাটল আরও চওড়া, পদত্যাগ প্রভাবশালী নেত্রী তাসনিম জারার

ইতিমধ্যে ১২২টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। সেখানে তাসনিম জারাকে ঢাকা–৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা) আসনের জন্য মনোনীত করা হয়। কিন্তু নির্বাচনে জামাতের সঙ্গে এনসিপি-র আসন সমঝোতার আলোচনার খবর সম্প্রতি সামনে আসে। এরপর এনসিপি-র অনেকের ক্ষোভ তৈরি হয়।

Bangladesh Update: ফাটল আরও চওড়া, পদত্যাগ প্রভাবশালী নেত্রী তাসনিম জারার
তাসনিম জারা

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 27, 2025 | 11:09 PM

ঢাকা: জামাতের সঙ্গে জোট নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দল এনসিপি-র অন্দরে ফাটল আরও চওড়া। শনিবার এনসিপি থেকে পদত্যাগ করলেন প্রভাবশালী মহিলা নেত্রী তাসনিম জারা। এবার নির্দল হয়ে লড়বেন তিনি। ঢাকা-৮ আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়বেন বলে জানা গিয়েছে। শেখ হাসিনা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তাসনিম।

জামাতের সঙ্গে জোটের বিরোধিতায় সরব হয়েছে এনসিপি-র কেন্দ্রীয় কমিটির একাংশ। জোট নিয়ে উদ্বেগ জানিয়ে চিঠি দেয় এনসিপি-র কেন্দ্রীয় কমিটির ৩০ সদস্য। ঘোষিত আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে দল, নাহিদ ইসলামকে লেখা চিঠিতে এমনটাই উল্লেখ করা হয়। এরই মধ্যে তাসনিমের পদত্যাগ উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

এদিন সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে পোস্টে পদত্যাগের কথা জানিয়েছেন তাসনিম জারা। সেখানে তিনি এনসিপি-র বিষয়ে কোনও কথা বলেননি। তবে এনসিপি সূত্রে জানিয়েছে, তাসনিম জারা ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ইতিমধ্যে ১২২টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। সেখানে তাসনিম জারাকে ঢাকা–৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা) আসনের জন্য মনোনীত করা হয়। কিন্তু নির্বাচনে জামাতের সঙ্গে এনসিপি-র আসন সমঝোতার আলোচনার খবর সম্প্রতি সামনে আসে। এরপর এনসিপি-র অনেকের ক্ষোভ তৈরি হয়। দলের ৩০ জন নেতা আপত্তি তুলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠিও দেন।

তাসনিম তাঁর পোস্টে লিখেছেন, ‘আমার একটি স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটে আমি কোনও নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি যা-ই হোক না কেন, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে লড়ব।’