Bangla NewsWorld Bangladesh Violence Live Updates on Protests across Bangladesh after death of Student Leader Sharif Osman Hadi
live now
Bangladesh violence LIVE: অশান্ত বাংলাদেশে এল হাদির দেহ, নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
Bangladesh Protests LIVE Updates in Bengali: চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। কিন্তু বৃহস্পতিবার রাতে আর চিকিৎসা গ্রহণ করতে পারলেন না হাদি। মৃত্যু হয় তাঁর। এরপর এই খবর প্রচারিত হতেই উত্তেজনা ছড়ায় ঢাকায়। শাহবাগে জমায়েত করেন কয়েক হাজার মানুষ।
সিঙ্গাপুর থেকে বিমান করে হাদির মৃতদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সরকারি কর্তারা।
বিকাল ৫টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে বিমানটির।
ইতিমধ্য়েই বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে সেনা। চারদিকে হাই অ্যালার্ট।
19 Dec 2025 04:43 PM (IST)
ময়মনসিংহে হিন্দু নিধনের ঘটনায় মুখ খুললেন ইউনূস
ধর্মীয় অবমাননার অভিযোগে প্রথম গণপিটুনি।
মৃত্যু হলে গাছ বেঁধে দেহ জ্বালিয়ে প্রমাণলোপাট।
ময়মনসিংহ ফের সাক্ষী থাকল পৈশাচিক হত্যার। মৃতের নাম দীপু দাস।
বাংলাদেশে হিন্দু নিধনের ঘটনায় ইউনূস বার্তা দিলেন অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের।
19 Dec 2025 04:41 PM (IST)
সম্পাদকদের ফোন ইউনূসের
শুক্রবার সকালে ‘প্রথম আলো’ এবং ‘ডেইলি স্টার’-এর সম্পাদকের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার রাতের দিকে তীব্র তাণ্ডব চলেছে এই দু’টি অফিসে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর ‘প্রথম আলো’ এবং ‘ডেইলি স্টার’কে ভারতপন্থী বলে আগুন ধরিয়ে দিয়েছেন উগ্রপন্থীরা। ভাঙচুর চলেছে অফিসগুলিতে। হামলা চালানো হয়েছে সাংবাদিকদের উপরেও। তারপরই সকালে ওই দুই ক্ষতিগ্রস্থ অফিসের সম্পাদকের সঙ্গে ফোনে কথা বলেছেন ইউনূস।
19 Dec 2025 03:58 PM (IST)
কমিশনের কাজে ক্ষুব্ধ ব্রাত্য
এবার বিএলও-দের নিয়োগ নিয়ে বিস্ফোরক অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। রাজ্য সরকার তথা শিক্ষা দফতরকে না জানিয়েই রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে বলে জানালেন ব্রাত্য।
শিক্ষামন্ত্রীর দাবি, এভাবে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে কমিশন।
শিক্ষামন্ত্রী বলেন, “এটা ক্ষমতা কুক্ষিগত করার মানসিকতা। রাজ্য সরকারকে এড়িয়ে চলা হচ্ছে। তানাশাহী চলছে।” তাঁর দাবি, পশ্চিমবঙ্গের শিক্ষকদের বেতন, পেনশন সুরক্ষিত।
19 Dec 2025 02:04 PM (IST)
সাংবাদিককে গুলি করে খুন
ওসমান হাদির মৃত্য়ুর পর শুধুই সংবাদমাধ্যমের অফিসে আগুন লাগিয়ে ক্ষান্ত হলেন না উগ্রপন্থীরা।
বৃহস্পতিবার খুলনায় আততায়ীদের গুলিতে খুন হয়েছেন ইমদাদুল হক মিলন নামে এক সাংবাদিকও।
অবশ্য, ইনি বাংলাদেশের জনপ্রিয় সাহিত্যিক ও সাংবাদিক ইমদাদুল হক মিলন নন। নাম এক।
19 Dec 2025 02:01 PM (IST)
৩২ নম্বর ধানমুন্ডিতে ভাঙচুর
হাদির মৃত্যুর পরে হামলা বঙ্গবন্ধু মুজিবর রহমানের ধ্বংস হয়ে যাওয়া বাড়িতেও।
ঢাকা: ঢাকার রাজপথে গুলিবিদ্ধ বাংলাদেশের জুলাই গণঅভ্য়ুত্থানের অন্যতম মুখ শরিফ ওসমান হাদি। চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। কিন্তু বৃহস্পতিবার রাতে আর চিকিৎসা গ্রহণ করতে পারলেন না হাদি। মৃত্যু হয় তাঁর। এরপর এই খবর প্রচারিত হতেই উত্তেজনা ছড়ায় ঢাকায়। শাহবাগে জমায়েত করেন কয়েক হাজার মানুষ।