Bangladesh Crime: অন্তরঙ্গ ভিডিয়ো ছড়ানোর ভয় দেখিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার কলেজ ছাত্রী

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jun 23, 2023 | 7:49 PM

পুলিশ জানিয়েছে, ওই তরুণীর এক বান্ধবী তাঁর প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন। তরুণী সেই ঘটনার ভিডিয়ো তুলে রেখেছিলেন নিজের মোবাইলে। সম্প্রতি ওই মেয়েটির বিয়ে হয়ে যায়। এর পর ওই সব ছবি-ভিডিয়ো মেয়েটির স্বামীকে পাঠানোর ভয় দেখাচ্ছিলেন।

Bangladesh Crime: অন্তরঙ্গ ভিডিয়ো ছড়ানোর ভয় দেখিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার কলেজ ছাত্রী
প্রতীকী ছবি

Follow Us

ঢাকা: অন্তরঙ্গ মুহূর্তের ছবি-ভিডিয়ো তুলে রেখে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। ৬ জন ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। সেই সব অভিযোগের ভিত্তিতেই নারায়ণগঞ্জের ফতুল্লা বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তরুণী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ছাত্রী। ওই তরুণীর মোবাইলে এ রকম প্রচুর আপত্তিকর ছবি, ভিডিয়ো উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ঢাকার পল্টন থানায়।

পুলিশ জানিয়েছে, ওই তরুণীর এক বান্ধবী তাঁর প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন। তরুণী সেই ঘটনার ভিডিয়ো তুলে রেখেছিলেন নিজের মোবাইলে। সম্প্রতি ওই মেয়েটির বিয়ে হয়ে যায়। এর পর ওই সব ছবি-ভিডিয়ো মেয়েটির স্বামীকে পাঠানোর ভয় দেখাচ্ছিলেন। এবং টাকা দাবি করেন। এর জেরে মেয়েটির বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়। তখন ওই মেয়েটি অভিযোগ দায়ের করেন পল্টন থানায়।

তবে শুধু ওই মেয়েটি নয়। তার আগেও ওই তরুণী এরকম বেশ কয়েক জনের সঙ্গে ব্ল্যাকমেল করেছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ফেসবুকে ভুয়ো আইডি খুলে বন্ধুত্ব করতেন। তার পর ভিডিয়ো কল করে নগ্ন ছবি-ভিডিয়ো রাখতেন নিজের কাছে। সেগুলি সোশ্যাল মিডিয়া, আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দেওয়ার ভয় দেখিয়ে এই কাজ করতেন। ওই তরুণী মাদকাসক্ত। নেশার টাকা জোগাড়ের জন্যই তিনি এই কাজ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

Next Article