ইদের দিনে বাংলাদেশে মৃত ১৭৩, সামাজিক দূরত্ব না মেনেই চলল উদযাপন

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 21, 2021 | 9:54 PM

সাম্প্রতিককালে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর হয়েছে বাংলাদেশে। ইদ উপলক্ষে লকডাউনে দেওয়া হয়েছে ছাড়।

ইদের দিনে বাংলাদেশে মৃত ১৭৩, সামাজিক দূরত্ব না মেনেই চলল উদযাপন
ফাইল চিত্র

Follow Us

ঢাকা: ইদের উৎসবে মাতোয়ারা বাংলাদেশ। কার্যত সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে চলল একাধিক জায়গা ঘোরাফেরা। ফলে নতুন করে ফের একবার সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে। আর এই আশঙ্কার মধ্যে দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ১৭৩ জনের মৃত্যুর খবর সামনে এসেছে।

ছুটির মধ্যে নমুনা পরীক্ষার সংখ্যা এক ধাক্কায় ১৪ হাজার কমে যাওয়ায় শনাক্ত রোগীর সংখ্যাও নেমে এসেছে সাত হাজারের ঘরে। তবে এখনও পর্যন্ত বাংলাদেশে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৪৯৮ জনের। বাংলাদেশের স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬১৪ জন। এখনও পর্যন্ত বাংলাদেশে মোট আক্রান্ত হয়েছেন ১১ লক্ষ ৩৬ হাজার ৫০৩ জন।

নমুনা পরীক্ষা করা হয় ২৪ হাজার ৯৭৯টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ। উল্লেখ্য, গত ৭ জুলাই প্রতিবেশী এই দেশে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় মৃত্যু ২০০ ছাড়িয়ে যায়। সেদিন ২০১ জনের মৃত্যুর তথ্য দেয় সরকারের স্বাস্থ্য দফতর। তারপর থেকেই প্রতিদিন রেকর্ড মৃত্যু হতে থাকে। শনাক্তেও রেকর্ড হতে থাকে। অন্যদিকে বাংলাদেশের সরকারি হিসাবে গত এক দিনে আরও ৯ হাজার ৭০৪ জন সুস্থ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লক্ষ ৬১ হাজার ৪৪ জন। এই হিসেবে দেশে এখন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১ লাখ ৫৬ হাজার ৯৬১ জন মানুষ। আরও পড়ুন: সাবওয়েতে ঢুকতেই ট্রেনে হুড়মুড়িয়ে ঢুকল জল, বুক সমান জলেই বন্দি শতাধিক, মৃত কমপক্ষে ১২

Next Article