Bangladesh News: টিকিট আছে, তবুও ট্রেনে উঠতে হলে দিতে হবে ৩০০ টাকা ঘুষ, মারাত্মক অভিযোগ রেল পুলিশের বিরুদ্ধে

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Aug 26, 2022 | 3:36 PM

Bangladesh Railway: র‌্যাব কর্তা জানিয়েছেন, গত ৮ অগস্ট চট্টগ্রাম থেকে ব্রাক্ষ্মণবেড়িয়া যাওয়ার জন্য রেল স্টেশনে গিয়েছিলেন এক বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত এক ব্যক্তি।

Bangladesh News: টিকিট আছে, তবুও ট্রেনে উঠতে হলে দিতে হবে ৩০০ টাকা ঘুষ, মারাত্মক অভিযোগ রেল পুলিশের বিরুদ্ধে
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

চট্টগ্রাম: বৈধ টিকিট থাকা সত্ত্বেও এক ব্যক্তির থেকে এক রেলযাত্রীর থেকে ঘুষ দাবি করার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনী অথবা আরএনবিতে কর্মরত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশে এই ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার রাজধানী ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। জানা গিয়েছে, অভিযুক্ত আরএনবি কর্মীদের নাম মইন হাসান, লিটন চাকমা ও রবিউল ইসলাম। শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করে র‌্যাবের চট্টগ্রাম অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ সাংবাদিকদের এই গ্রেফতারির কথা জানিয়েছেন।

র‌্যাব কর্তা জানিয়েছেন, গত ৮ অগস্ট চট্টগ্রাম থেকে ব্রাক্ষ্মণবেড়িয়া যাওয়ার জন্য রেল স্টেশনে গিয়েছিলেন এক বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত এক ব্যক্তি। ওই যাত্রীর কাছে ট্রেনের বৈধ টিকিটও ছিল। ট্রেনে উঠতে গেলে আরএনবি সদস্যরা তাঁকে বাধা দেয় এবং ট্রেনে ওঠার জন্য তাঁর কাছে ৩০০ টাকা ঘুষ চাওয়া হয়েছিল। তিনি ঘুষ দিতে অস্বীকার করলে, তাঁকে রাইফেল দিয়ে মারধরের চেষ্টা করেন আরএনবি কর্মীরা। এমনকী তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হয়েছে। এক সাংবাদিকের কথা ভিডিয়ো থেকে গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর র‌্যাব অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অপরাধের কথা স্বীকার করেছেন ওই ৩ জন ব্যক্তি। এই ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মোট ৫টি মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার কথা ভিডিয়ো মারফত প্রকাশিত হওয়ার পর বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অভিযুক্ত ৪ জনকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, টিকিট থাকা সত্ত্বেও হুমকি দিয়ে যাত্রীদের থেকে ৩০০ টাকা করে টাকা আদায় করছিল ওই রেলওয়ে নিরাপত্তা বাহিনীকর্মীরা।

Next Article