Bangladesh General Election 2024: ভোটে চমক আওয়ামী লিগের, প্রার্থী হলেন ফিরদৌস, শাকিব আল হাসান

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 27, 2023 | 11:50 AM

Ferdous-Shakib Al Hasan: অভিনয়ে নয়, এবার পা রাখছেন রাজনীতির ময়দানে। বাংলাদেশের শাসক দলের প্রার্থী হচ্ছেন অভিনেতা ফিরদৌস। ঢাকা ১০ আসনে প্রার্থী হচ্ছেন তিনি। ফিরদৌসের পাশাপাশি প্রার্থী হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটার শাকিব আল হাসানও।

Bangladesh General Election 2024: ভোটে চমক আওয়ামী লিগের, প্রার্থী হলেন ফিরদৌস, শাকিব আল হাসান
ভোটে দাঁড়াচ্ছেন ফিরদৌস-শাকিব।
Image Credit source: Facebook

Follow Us

ঢাকা: ওপার বাংলা-এপার বাংলাকে জুড়েছিলেন নিজের অভিনয় দিয়ে। তবে বেশ কয়েক বছর ধরেই বড় পর্দায় সেরকমভাবে আর দেখা যাচ্ছিল না তাঁকে। কথা হচ্ছে বাংলাদেশি অভিনেতা ফিরদৌসের। স্বল্প বিরতির পর আবার ফিরছেন তিনি। তবে অভিনয়ে নয়, এবার পা রাখছেন রাজনীতির ময়দানে। বাংলাদেশের শাসক দলের প্রার্থী হচ্ছেন অভিনেতা ফিরদৌস। ঢাকা ১০ আসনে প্রার্থী হচ্ছেন তিনি। ফিরদৌসের পাশাপাশি প্রার্থী হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটার শাকিব আল হাসানও। আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন।

আগামী বছরের শুরুতেই দ্বাদশ সাধারণ নির্বাচন হতে চলেছে বাংলাদেশে। আর সেই নির্বাচনেই প্রার্থী হচ্ছেন অভিনেতা ফিরদৌস। মাগুরায় ২টি ও ঢাকার ১টি আসনে প্রার্থী হতে চেয়েছিলেন ফিরদৌস। বাংলাদেশের শাসক দল আওয়ামী লিগের হয়ে তিনি মনোনয়ন পত্রও কেনেন। রবিবার আওয়ামী লিগ প্রার্থী তালিকা প্রকাশ করতেই দেখা যায়, ঢাকা-১০ আসনে প্রার্থী হচ্ছেন ফিরদৌস।

আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ফিরদৌসের পাশাপাশি আওয়ামী লিগের টিকিটে প্রার্থী হতে চলেছেন ক্রিকেটার শাকিব আল হাসানও। তিনি মাগুরা-১ আসন থেকে প্রার্থী হচ্ছেন। পাশাপাশি প্রাক্তন ক্রিকেটার মাশরফি বিন মোর্তাজাও ফের আওয়ামী লিগের টিকিটে প্রার্থী হচ্ছেন। ২০১৮ সালের নির্বাচনেও তিনি আওয়ামী  লিগের হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং জয়ীও হয়েছিলেন।

আওয়ামী লিগের দলনেত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচনে লড়বেন। এই নিয়ে সপ্তমবার তিনি এই আসন থেকে প্রার্থী হচ্ছেন। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, কৃষিমন্ত্রী আব্দুর রজ্জাক সহ বাংলাদেশের মন্ত্রিসভার সকল পূর্ণ মন্ত্রীরাই এবারের নির্বাচনে টিকিট পেয়েছেন। সকলেই নিজের পুরনো আসন থেকেই প্রার্থী হচ্ছেন। বাদ পড়েছেন তিনজন প্রতিমন্ত্রী ও ৬৯ জন সাংসদ।

 

Next Article