DurgaPuja 2022: পদ্মাপারেও জমজমাটি দুর্গাপুজো, মহাষষ্ঠী থেকেই প্যান্ডেলে ভিড়, রইল ছবি
TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার
Oct 01, 2022 | 11:29 PM
Durga Puja 2022: বাড়ির পুজো ছাড়া এ বছর বাংলাদেশে ৩২ হাজার ১৬৮টি দুর্গাপুজো হচ্ছে। ঢাকা মহানগরীতে এ বছর ২৪১টি দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। যা গতবার ছিল ২৩৫।
1 / 9
দুর্গাপুজোয় মাতোয়ারা বাঙালি। পিছিয়ে নেই ওপার বাংলাও। পদ্মাপারের দেশেও বাতাসে পুজোর গন্ধ।
2 / 9
করোনার জেরে গত ২ বছর দুর্গাপুজোর আনন্দে খানিকটা হলেও ভাটা পড়েছিল। এবার সুদে-আসলে তা পুষিয়ে নিতে চাইছেন সবাই।
3 / 9
প্যান্ডেলগুলিতে ভিড় করছেন দর্শনার্থীরা। প্রতিমা দর্শনের পাশাপাশি ছবি তোলাও চলছে।
4 / 9
বাংলাদেশের পুজো উদযাপন কমিটি জানিয়েছে, এবছর পদ্মাপারের দেশে দুর্গাপুজোর সংখ্যা বেড়েছে। রাজধানী ঢাকাতে এবার পুজোর সংখ্যা বেড়েছে।
5 / 9
বাড়ির পুজো ছাড়া এ বছর বাংলাদেশে ৩২ হাজার ১৬৮টি দুর্গাপুজো হচ্ছে। ঢাকা মহানগরীতে এ বছর ২৪১টি দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। যা গতবার ছিল ২৩৫।
6 / 9
দর্শনার্থীদের নজর কেড়েছে মণ্ডপগুলি। কোনও কোনও মণ্ডপে দেবী দুর্গার এবারের আগমন ও গমনের প্রতীকী ঘটনাসহ পৌরাণিক বিভিন্ন কাহিনি নানা আদলে ফুটিয়ে তোলার হয়েছে।
7 / 9
দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
8 / 9
পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর বাংলাদেশ সরকার। দুর্গাপুজো ঘিরে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বাংলাদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি প্রতিটি মণ্ডপে থাকবে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী।
9 / 9
নিরাপত্তার বাড়তি প্রস্তুতি হিসেবে গোয়েন্দা সংস্থাগুলোর অফিসাররা সাদা পোশাকে মোতায়েন থাকবেন। পাশাপাশি আর্চওয়ে গেট, মেটাল ডিটেক্টরসহ অন্য আয়োজনও থাকবে।