DurgaPuja 2022: পদ্মাপারেও জমজমাটি দুর্গাপুজো, মহাষষ্ঠী থেকেই প্যান্ডেলে ভিড়, রইল ছবি

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Oct 01, 2022 | 11:29 PM

Durga Puja 2022: বাড়ির পুজো ছাড়া এ বছর বাংলাদেশে ৩২ হাজার ১৬৮টি দুর্গাপুজো হচ্ছে। ঢাকা মহানগরীতে এ বছর ২৪১টি দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। যা গতবার ছিল ২৩৫।

1 / 9
দুর্গাপুজোয় মাতোয়ারা বাঙালি। পিছিয়ে নেই ওপার বাংলাও। পদ্মাপারের দেশেও বাতাসে পুজোর গন্ধ।

দুর্গাপুজোয় মাতোয়ারা বাঙালি। পিছিয়ে নেই ওপার বাংলাও। পদ্মাপারের দেশেও বাতাসে পুজোর গন্ধ।

2 / 9
করোনার জেরে গত ২ বছর দুর্গাপুজোর আনন্দে খানিকটা হলেও ভাটা পড়েছিল। এবার সুদে-আসলে তা পুষিয়ে নিতে চাইছেন সবাই।

করোনার জেরে গত ২ বছর দুর্গাপুজোর আনন্দে খানিকটা হলেও ভাটা পড়েছিল। এবার সুদে-আসলে তা পুষিয়ে নিতে চাইছেন সবাই।

3 / 9
প্যান্ডেলগুলিতে ভিড় করছেন দর্শনার্থীরা। প্রতিমা দর্শনের পাশাপাশি ছবি তোলাও চলছে।

প্যান্ডেলগুলিতে ভিড় করছেন দর্শনার্থীরা। প্রতিমা দর্শনের পাশাপাশি ছবি তোলাও চলছে।

4 / 9
বাংলাদেশের পুজো উদযাপন কমিটি জানিয়েছে, এবছর পদ্মাপারের দেশে দুর্গাপুজোর সংখ্যা বেড়েছে। রাজধানী ঢাকাতে এবার পুজোর সংখ্যা বেড়েছে।

বাংলাদেশের পুজো উদযাপন কমিটি জানিয়েছে, এবছর পদ্মাপারের দেশে দুর্গাপুজোর সংখ্যা বেড়েছে। রাজধানী ঢাকাতে এবার পুজোর সংখ্যা বেড়েছে।

5 / 9
বাড়ির পুজো ছাড়া এ বছর বাংলাদেশে ৩২ হাজার ১৬৮টি দুর্গাপুজো হচ্ছে। ঢাকা মহানগরীতে এ বছর ২৪১টি দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। যা গতবার ছিল ২৩৫।

বাড়ির পুজো ছাড়া এ বছর বাংলাদেশে ৩২ হাজার ১৬৮টি দুর্গাপুজো হচ্ছে। ঢাকা মহানগরীতে এ বছর ২৪১টি দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। যা গতবার ছিল ২৩৫।

6 / 9
দর্শনার্থীদের নজর কেড়েছে মণ্ডপগুলি। কোনও কোনও মণ্ডপে দেবী দুর্গার এবারের আগমন ও গমনের প্রতীকী ঘটনাসহ পৌরাণিক বিভিন্ন কাহিনি নানা আদলে ফুটিয়ে তোলার হয়েছে।

দর্শনার্থীদের নজর কেড়েছে মণ্ডপগুলি। কোনও কোনও মণ্ডপে দেবী দুর্গার এবারের আগমন ও গমনের প্রতীকী ঘটনাসহ পৌরাণিক বিভিন্ন কাহিনি নানা আদলে ফুটিয়ে তোলার হয়েছে।

7 / 9
দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

8 / 9
পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর বাংলাদেশ সরকার। দুর্গাপুজো ঘিরে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বাংলাদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি প্রতিটি মণ্ডপে থাকবে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী।

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর বাংলাদেশ সরকার। দুর্গাপুজো ঘিরে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বাংলাদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি প্রতিটি মণ্ডপে থাকবে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী।

9 / 9
নিরাপত্তার বাড়তি প্রস্তুতি হিসেবে গোয়েন্দা সংস্থাগুলোর অফিসাররা সাদা পোশাকে মোতায়েন থাকবেন। পাশাপাশি আর্চওয়ে গেট, মেটাল ডিটেক্টরসহ অন্য আয়োজনও থাকবে।

নিরাপত্তার বাড়তি প্রস্তুতি হিসেবে গোয়েন্দা সংস্থাগুলোর অফিসাররা সাদা পোশাকে মোতায়েন থাকবেন। পাশাপাশি আর্চওয়ে গেট, মেটাল ডিটেক্টরসহ অন্য আয়োজনও থাকবে।

Next Photo Gallery