Khaleda Zia: হাসপাতালে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 29, 2023 | 10:01 PM

বিএনপি-র তরফেই খালোদা জিয়ার হাসপাতালে ভর্তির খবরটি জানানো হয়েছে। যদিও তাঁকে হাসপাতালে ভর্তির কারণ স্পষ্ট নয়।

Khaleda Zia: হাসপাতালে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ফাইল ছবি।

Follow Us

ঢাকা: ফের হাসপাতালে ভর্তি হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা BNP চেয়ারপার্সন খালেদা জিয়া (Khaleda Zia)। আজ, শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টা নাগাদ তাঁকে ঢাকার (Dhaka) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি-র তরফেই খালোদা জিয়ার হাসপাতালে ভর্তির খবরটি জানানো হয়েছে। যদিও তাঁকে হাসপাতালে ভর্তির কারণ স্পষ্ট নয়। তবে কয়েকদিন আগে খালেদা জিয়ার বেশকিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছিল। তার ভিত্তিতেই এদিন তিনি হাসপাতালে ভর্তি হলেন বলে BNP সূত্রে খবর।

বিএনপি সূত্রে জানা গিয়েছে, এদিন বিকাল সাড়ে ৫টা নাগাদ বিএনপি প্রধান খালেদা জিয়া গুলশানে নিজের বাড়ি থেকে হাসপাতালের উদ্দেশে রওনা দেন। তাঁর গাড়িতে দলের অনেক নেতা-কর্মী ছিলেন। এছাড়া পরিচারিকা এবং কয়েকজন আত্মীয়-স্বজনও ছিলেন। তারপর সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ খালেদা জিয়ার বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর কিছুক্ষণ পর বিএনপি-র তরফে খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির খবর জানানো হয়।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার এই হাসপাতালে এসেছিলেন খালেদা জিয়া। তিনি বেশ কয়েক বছর ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যা সহ নানান শারীরিক সমস্যায় ভুগছেন। গত বছরের ২৮ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন খালেদা জিয়া। সেবারও ঢাকার এই বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তারপর থেকে প্রতি মাসেই নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে প্রায় দুই বছর জেলে ছিলেন। তারপর ২০২০ সালের ২৫ মার্চ শর্ত সাপেক্ষে তিনি জামিন পান। এর পর থেকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাস অন্তর অন্তর তাঁর জামিনের মেয়াদ বাড়ানো হচ্ছে। গত ২৩ মার্চই দুটি শর্ত সাপেক্ষে খালেদা জিয়ার জামিনের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। তবে বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া এবং বিদেশ যেতে না পারার শর্ত বহাল রাখা হয়েছে।

Next Article