Khaleda Zia: গুরুতর অসুস্থ খালেদা জিয়া, স্থানান্তরিত করা হল সিসিইউতে

Bangladesh: এ দিন সকালেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। প্রথমে কেবিনে রাখা হলেও, পরে মেডিক্যাল বোর্ডের পরামর্শে তাঁকে সিসিইউ-তে স্থানান্তরিত করা হয়।

Khaleda Zia: গুরুতর অসুস্থ খালেদা জিয়া, স্থানান্তরিত করা হল সিসিইউতে
খালেদা জিয়া। ফাইল ছবি।Image Credit source: Twitter

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 22, 2023 | 2:43 PM

ঢাকা: গুরুতর অসুস্থ খালেদা জিয়া (Khaleda Zia)। হাসপাতালে ভর্তি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। জানা গিয়েছে, এ দিন সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সিসিইউ-তে স্থানান্তরিত করা হয়। তাঁর চিকিৎসার জন্য বিশেষ মেডিক্য়াল বোর্ড গঠন করা হয়েছে।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। প্রথমে কেবিনে রাখা হলেও, পরে মেডিক্যাল বোর্ডের পরামর্শে তাঁকে সিসিইউ-তে স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে। দুপুর সাড়ে ১২টা নাগাদ এই খবর নিশ্চিত করেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদা।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেই সময়ও সিসিইউ-তে রাখা হয়েছিল তাঁকে। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে কেবিনে স্থানান্তরিত করা হয়। আজ ফের স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে সিসিইউ-তে রাখা হয়।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, মধুমেহ, কিডনি, লিভার ও হৃৎপিন্ডের সমস্য়া নিয়ে ভুগছেন খালেদা জিয়া। ২০২১ সালে করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয় নানা শারীরিক অসুস্থতার কারণে।

দুর্নীতি মামলায় ২০১৮ সালেই দোষী সাব্যস্ত করা হয় খালেদা জিয়াকে। ৫ বছরের সাজা দেওয়া হয় তাঁকে। গ্রেফতারও করা হয়। পরে সেই মামলা হাইকোর্টে গেলে, সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও ৭ বছরের সাজা দেওয়া হয় খালেদা জিয়াকে।