AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাথাপিছু আয়ে ভারতকে টপকে গিয়েছে বাংলাদেশ, দাবি হাসিনার মন্ত্রীর

দেশের অগ্রগতির পাশাপাশি হাছান জানান, সারা বিশ্বের পত্রপত্রিকা বাংলাদেশের অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছে।

মাথাপিছু আয়ে ভারতকে টপকে গিয়েছে বাংলাদেশ, দাবি হাসিনার মন্ত্রীর
ফাইল চিত্র
| Updated on: Jun 23, 2021 | 7:56 PM
Share

ঢাকা: মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গিয়েছে বাংলাদেশে (Bangladesh)। এমনই দাবি করে কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুলে দিলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। সোমবার হাছান বলেন, “সরকারের দক্ষ পরিচালনাই বাংলাদেশে মানুষের মাথাপিছু আয় ভারতের থেকে বেশি করেছে।” এমনকি করোনা আবহেই সাধারণ মানুষের আয় বেড়েছে বলেই দাবি হাছানের।

তিনি দাবি করেন, করোনার চোখরাঙানি উপেক্ষা করেই বাংলাদেশে এই অর্থবর্ষে জিডিপি বাড়বে ৬.১ শতাংশ। পাশাপাশি মুদ্রাস্ফীতিও ৫ শতাংশের মধ্যেই। তাই হাছানের দাবি, সীমাবদ্ধ মুদ্রাস্ফীতি ও জিডিপি বৃদ্ধি দেশের অগ্রগতির জন্য অনুকূল পরিবেশ। তাই গত ১২ বছর ধরে দেশ এগোচ্ছে। আইএমএফ ২০২১ এর পরিসংখ্যান বলছে ভারত ও বাংলাদেশের মাথাপিছু গড় আয় প্রায় সমান। বাংলাদেশের মাথাপিছু গড় আয় মাসে ১৩ হাজার টাকার পাশাপাশি। ভারতের মাথাপিছু গড় আয় ১৩ হাজার ৫০০ টাকার কাছাকাছি। হাছান মাহমুদ বৃদ্ধির নিরিখে এই দাবি করেছেন বলে মত বিশেষজ্ঞদের।

দেশের অগ্রগতির পাশাপাশি হাছান জানান, সারা বিশ্বের পত্রপত্রিকা বাংলাদেশের অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছে। কিন্তু বাংলাদেশের দু’একটি সংবাদ মাধ্যম জনগণকে বিভ্রান্ত করে। সেই অপচেষ্টা গত ১২ বছর ধরে হচ্ছে বলে দাবি তাঁর। পাশাপাশি দেশের এই অর্থনৈতিক বৃদ্ধিও বাংলাদেশের সংবাদ মাধ্যম ঠিক করে প্রকাশ করেনি বলে অভিযোগ হাছানের।

আরও পড়ুন: ব্রিটিশ যুদ্ধ জাহাজ দেখেই গুলি ছুড়ল রাশিয়া, উল্টো দাবি ব্রিটেনের