ব্রিটিশ যুদ্ধ জাহাজ দেখেই গুলি ছুড়ল রাশিয়া, উল্টো দাবি ব্রিটেনের
রাশিয়ার গুলি ছোড়ার কথা স্পষ্টভাবে অস্বীকার করেছে ব্রিটেন।
মস্কো: রাশিয়ার (Russia) প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ব্রিটিশ নেভি ডেস্ট্রয়ার জলসীমানা অতিক্রম করে ঢুকে এলে তারা সতর্ক করে গুলি ছুড়েছে। কিন্তু রাশিয়ার এই দাবি উড়িয়েছে ব্রিটেন। বরিস জনসনের মন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক আইন মেনেই সেখানে ছিল ব্রিটিশ জাহাজ। রাশিয়ার গুলি ছোড়ার কথা স্পষ্টভাবে অস্বীকার করেছে ব্রিটেন।
একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রয়েল নেভির ডেস্ট্রয়ার এইচএমএস রাশিয়ার জলসীমানার মধ্যে ঢুকেছিল। রাশিয়ার অভিযোগ কেপ ফায়োলেন্টের কাছে প্রায় ৩ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে এসেছিল ব্রিটিশ জাহাজ। প্রথমে রেডিয়ো সতর্কবার্তাতেও গতিপথ পরিবর্তন করেনি ব্রিটিশ জাহাজ। এরপরই রাশিয়া সতর্ক করতে গুলি ছোড়ে। তা ছাড়াও এসইউ-২৪ যুদ্ধ বিমান ওই জাহাজের পাশে ৪টি বোমা ফেলেছে বলেও দাবি রাশিয়ার।
২০১৪ সালের পর থেকে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে গ্রাহ্য করে না ব্রিটেন ও শরিকরা। তখন থেকেই সেই অঞ্চলে জাহাজ পাঠিয়ে রেখেছে নর্থ আটলান্টিক ট্রিটি অরগানাইজেশন। রাশিয়াও ওই অঞ্চলে বিমান ও জাহাজ পাঠিয়ে রেখেছে।
আরও পড়ুন: আমেরিকার কাছে ‘গ্রেটেস্ট থ্রেট’ ডেল্টা ভ্যারিয়েন্ট, দাবি ফৌসির