ঢাকা: বাংলাদেশে করোনার ঢেউয়ের জেরে লাফিয়ে ছড়াচ্ছে সংক্রমণ। ‘সর্বাত্মক লকডাউন’ করেও রেহাই মিলছে না মারণ ভাইরাসের কাছ থেকে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কিন্তু লকডাউনের জেরে শ্রমজীবী মানুষের হাল বেহাল। তাই সাময়িক লকডাউন শিথিল করার পথে হাঁটছে হাসিনা প্রশাসন। ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথির হবে লকডাউন। এরপর ফের ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চালু হবে।
সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, সে দেশে এই শিথিল লকডাউনে গণপরিবহণ ও শপিংমহল-সহ দোকানপাট খোলা থাকবে। তবে অর্ধেক আসনে যাত্রী নিয়েই চলবে বাস-সহ অন্যান্য গণপরিবহণ। করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে ১ জুলাই থেকে বাংলাদেশে লকডাউন চলছে। প্রথমে ৭ জুলাই পর্যন্ত লকডাউন জারি থাকার কথা ছিল। কিন্তু সংক্রমণ বাগে না আসায় ১৪ জুলাই পর্যন্ত তা বর্ধিত করে হাসিনা প্রশাসন।
মূলত শ্রমজীবী মানুষের কথা ভেবেই ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল হচ্ছে বলে জানা যাচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যম মারফত। কিন্তু যে হারে বাংলাদেশে করোনা সংক্রমণ ছড়াচ্ছে, তাতে লকডাউন শিথিল করলে, তার উল্টো প্রভাব পড়বে না তো? উঠছে সে প্রশ্নও। লকডাউন কতটা শিথিল হবে সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হবে মঙ্গলবার। উল্লেখ্য, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৬৮ জন। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২২০ জন। আরও পড়ুন: ইলিশও হার মানলো, পদ্মায় হারু মাঝির জালে পড়া মাছের দাম উঠল ৪৩ হাজার টাকা