Sheikh Hasina: ইটালি সফরে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন শেখ হাসিনা

বিশ্ব রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সম্মেলন এবং ইতালি ও নেপাল প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক সেরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেই বৈঠক থেকেই আন্তর্জাতিক চক্রান্ত নিয়ে শঙ্কা প্রকাশ করলেন শেখ হাসিনা।

Sheikh Hasina: ইটালি সফরে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন শেখ হাসিনা
শেখ হাসিনা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2023 | 8:07 PM

রোম: ইটালি সফরে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে দেশে গিয়ে একাধিক কর্মসূচিতে ব্যস্ত ছিলেন তিনি। বিশ্ব রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সম্মেলন এবং ইতালি ও নেপাল প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক সেরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেই বৈঠক থেকেই আন্তর্জাতিক চক্রান্ত নিয়ে শঙ্কা প্রকাশ করলেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁকে এবং তাঁর দল আওয়ামী লিগকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তাঁর আমলে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের কারণেই অনেকের চক্ষুশূল তিনি হয়েছেন বলে দাবি করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও করেছেন তিনি।

ইটালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “কিছু লোক আছে যারা অপরাধ করে বিদেশে আশ্রয় নিয়েছে। তারা দেশের বিরুদ্ধে ভুল তথ্য ছড়াচ্ছে। যারা কখনই দেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারেনি। এমন কিছু লোক এবং কিছু অপরাধী বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।” বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি-র সমালোচনা করে হাসিনা বলেন, “তারা দেশ থেকে বিপুল অর্থ পাচার করেছে। সেই টাকা এখন টাকা দেশের বিরুদ্ধে ব্যয় হচ্ছে এবং এ টাকা দিয়ে মিথ্যা প্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।”

শেখ হাসিনা বলেন, “প্রতি নির্বাচনের আগে আওয়ামী লিগকে কীভাবে সরিয়ে দেওয়া যায়, তা নিয়ে দু’একটি দেশ ব্যস্ত থাকে।” প্রধানমন্ত্রী র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে বলেন, “দুর্ভাগ্যবশত যারা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে নিয়োজিত, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর ফলে অপরাধ প্রবণতা বাড়াতে উৎসাহিত করছে।”