Bangladesh News: আজ থেকে ৩ দিন অবরোধ-কর্মসূচি শুরু বাংলাদেশে, সকালেই বিক্ষিপ্ত অশান্তি

Bangladesh: তিনদিন ব্যাপী অবরোধ সফল করতে যেমন মরিয়া বিএনপি-সহ বিরোধী দলগুলি, তেমনই অবরোধ-কর্মসূচি ঠেকাতে তৎপর সরকার। সোমবার রাত থেকেই নিরাপত্তা বাহিনী নামানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্টেশন, সড়কে পুলিশ ও অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

Bangladesh News: আজ থেকে ৩ দিন অবরোধ-কর্মসূচি শুরু বাংলাদেশে, সকালেই বিক্ষিপ্ত অশান্তি
অবরোধ কর্মসূচির সমর্থনে রাস্তায় গাড়ি পুড়িয়ে বিক্ষোভ বিএনপি সমর্থকদের।Image Credit source: Prothom Alo

| Edited By: Sukla Bhattacharjee

Oct 31, 2023 | 11:38 AM

ঢাকা: আজ, মঙ্গলবার থেকে ৩ দিন ব্যাপী অবরোধ শুরু হল বাংলাদেশে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, দলীয় নেতা-কর্মীদের উপর হামলা, সমাবেশে হামলা, নেতা-কর্মীদের গ্রেফতার, বাড়িতে ঢুকে হয়রানি-সহ শাসকদল, আওয়ামী লিগের বিরুদ্ধে একাধিক অভিযোগে দেশব্যাপী অবরোধ কর্মসূচি শুরু করেছে খালেদা জিয়ার দল। মঙ্গলবার অবরোধ কর্মসূচি শুরুর সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়েছে।

এদিন সকালেই নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম জাতীয় সড়কে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিএনপি-র কর্মী-সমর্থকেরা। এমনকি বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক মামুন মাহমুদের অনুগামীরা বিক্ষোভ-মিছিলও বের করে। আবার মদনপুর বন্দরে দুটি পিক-আপ ভ্যানে আগুনও লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। যদিও পুলিশি তৎপরতায় এই বিক্ষোভ বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে তুলনামূলক গাড়ি কম চলছে। ঢাকার গাবতলী থেকেও এদিন দূরপাল্লার কোনও গাড়ি ছাড়েনি। পরিবহণ কর্মীরা টিকিট কাউন্টার খুললেও যাত্রীর দেখা মেলেনি। তবে সড়কপথে গাড়ির বিশেষ দেখা না মিললেও রেল চলাচল এখনও পর্যন্ত মোটের উপর স্বাভাবিক রয়েছে। ঢাকার কমলাপুর স্টেশনে সব ট্রেনই এখনও পর্যন্ত মোটের উপর স্বাভাবিক রয়েছে। স্টেশনের বাইরে বিজিবি-র টহল চোখে পড়ার মতো।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাঁকে বিদেশে চিকিৎসা নিয়ে যাওয়ারও অনুমতি মেলেনি। এই পরিস্থিতিতে বিএনপি-সহ বিরোধী দলের নেতা-কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর তিনদিন ব্যাপী দেশে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি ভার্চুয়ালি সাংবাদিক সম্মেলন করে সকলকে ‘সর্বাত্মকভাবে’ এই অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানান। বিএনপি-র সঙ্গে এই অবরোধ-কর্মসূচিতে সামিল হয়েছে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম-পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, গণ অধিকার পরিষদ, লেবার পার্টি, এনডিএম-সহ একাধিক দল। প্রতিটি দলই আলাদাভাবে কর্মসূচি পালন করবে। রেলপথ, সড়ক ও নৌপথে এই অবরোধ চলবে বলে জানিয়েছেন কবীর রিজভি। তবে সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুল্যান্স এবং অক্সিজেন সিলিন্ডার পরিবহণের গাড়ি-সহ জরুরি পরিষেবা অবরোধের বাইরে থাকবে বলে তিনি জানিয়েছেন।

তিনদিন ব্যাপী অবরোধ সফল করতে যেমন মরিয়া বিএনপি-সহ বিরোধী দলগুলি, তেমনই অবরোধ-কর্মসূচি ঠেকাতে তৎপর সরকার। সোমবার রাত থেকেই নিরাপত্তা বাহিনী নামানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্টেশন, সড়কে পুলিশ ও অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।