ঢাকা: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় ভারতকে দায়ী করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর পর থেকেই ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতেই কানাডাকে তীব্র ভাষায় আক্রমণ করল বাংলাদেশ। বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কানাডা খুনিদের বাসস্থান হয়ে উঠেছে। ভারতের সঙ্গে উত্তপ্ত সম্পর্কের পরিস্থিতিতে ভারতের প্রতিবেশী দেশের এই আক্রমণ আন্তর্জাতিক সম্পর্কের নিরিখে অন্য গুরুত্ব পাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যাকারী নূর চৌধুরী দীর্ঘদিন ধরেই কানাডায় আশ্রয় নিয়েছেন। কিন্তু বাংলাদেশের আবেদন সত্ত্বেও তাঁর প্রত্যার্পণে রাজি হয়নি কানাডা। সেই প্রসঙ্গেই কানাডাকে আক্রমণ করলেন শেখ হাসিনা সরকারের মন্ত্রী।
কানাডার প্রত্যার্পণ নীতি নিয়ে বাংলাদেশ কেবলমাত্র হতাশই নয়। এ ব্যাপারে বাংলাদেশের ক্ষোভের কথা ফুটে উঠেছে সে দেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেনের কথায়। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “কানাডার উচিত নয় খুনিদের হাব হয়ে ওঠার। খুনিরা কানাডায় চলে যাচ্ছে এবং সেখানে আশ্রয় নিচ্ছে। সেখানে খুনিরা খুব আরামে থাকছেন। আর যাঁদের পরিবারের লোক খুন হলেন, তাঁরা কষ্ট ভোগ করছেন।” অপরাধীদের শাস্তি দেওয়ার বদলে অপরাধীদের আশ্রয় দেওয়ার অভিযোগও কানাডার বিরুদ্ধে তুলেছেন তিনি। বঙ্গবন্ধুর খুনির প্রত্যাপর্ণের বিষয়ে তিনি বলেছেন, “শেখ মুজিবরের খুনি নূর চৌধুরী কানাডা আরামে জীবনযাপন করছেন। বঙ্গবন্ধুকে খুন করার কথা নিজের মুখে স্বীকার করেছেন তিনি। তাঁকে ফেরানোর জন্য আমরা কানাডার সরকারের কাছে একাধিক বার আবেদন করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কানাডা আমাদের কথা কর্ণপাত করেনি। বিভিন্ন রকম অজুহাত দিচ্ছে। তিনি কানাডার নাগরিক কি না সে ব্যাপারেও কিছু জানাচ্ছে না।”
ভারত বিরোধী খালিস্তানি জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগও কানাডার বিরুদ্ধে অতীতে একাধিক বার তুলেছিল ভারত। এমনকি কানাডায় ভারতীয়দের উপর হামলার ঘটনাও গত কয়েক বছরে ধারাবাহিক ভাবে ঘটেছে। এই সব ক্ষেত্রেই অভিযুক্ত খালিস্তানপন্থীরা। কিন্তু তার পর খালিস্তানিদের পক্ষ নিয়ে ভারত সরকারকে আক্রমণ করে বসেন কানাডার প্রধানমন্ত্রী। এর পাল্টা কড়া পদক্ষেপ করে ভারতও।