Rape case in Bangladesh: গ্যারেজে টেনে নিয়ে যাওয়া হল দম্পতিকে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ

Mar 19, 2022 | 2:25 PM

Rape case in Bangladesh: ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Rape case in Bangladesh: গ্যারেজে টেনে নিয়ে যাওয়া হল দম্পতিকে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ
প্রতীকী চিত্র

Follow Us

বাংলাদেশ : স্বামীকে বেঁধে রেখে তাঁর সামনেই গণধর্ষণ করা হল এক গৃহবধূকে। বছর ২৭-এর ওই মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে বেশ কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। বাংলাদেশের খুলনার ঘটনা। একটি গ্যারেজের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছএ বলে অভিযোগ। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলি থানা এলাকার একটি গ্যারেজে এই ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। রাত সাড়ে নয়টা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ঘটনার পরই অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। রাত ১২টার পর ওই গৃহবধূ খানজাহান আলি থানায় অভিযোগ দায়ের করেন। চারজনের নাম উল্লেখ করেছেন তিনি। অভিযুক্তরা হলেন কামরুল, জীবন, সুমন ও আলা। তাঁদের মধ্যে গতকাল রাতে কামরুলকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ওই গৃহবধূ ও তাঁর স্বামী কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। নির্যাতিতা ওই মহিলা জানিয়েছেন, চার থেকে পাঁচজন লোক ওই দম্পতিকে তুলে নিয়ে গ্যারেজের মধ্যে যান। এরপর স্বামীকে বেঁধে রেখে ওই গৃহবধূকে চার থেকে পাঁচজনে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

খানজাহান আলি থানার ভারপ্রাপ্ত ওসি প্রবীর কুমার বিশ্বাস জানিয়েছেন ওই গৃহবধূকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে কামরুল নামের এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন : Business Summit: বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনের জোর প্রস্তুতি নবান্নে, বৈঠকে বসছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী

আরও পড়ুন : Rajasthan Rape Attempt: স্নান করছিলেন মহিলা, সেই সময়ই ঢুকে পরলেন এক ব্যক্তি, তারপরই ঘটল মারাত্মক ঘটনা…

Next Article