Bangladesh News: বাংলাদেশে ১ কোটি ১৩ লক্ষ টাকার হাফ প্যান্ট চুরি! তদন্তে পুলিশ

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 11, 2022 | 6:22 PM

Crime News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভ্যানটির যাবতীয় নথি এমনকী নম্বরপ্লেটও ভুয়ো। চালক সহাকারীর নাম ও ঠিকানা যাচাই করে পুলিশ জানতে পেরেছে, সেইগুলিরও কোনও সত্যতা নেই।

Bangladesh News: বাংলাদেশে ১ কোটি ১৩ লক্ষ টাকার হাফ প্যান্ট চুরি! তদন্তে পুলিশ
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

চট্টগ্রাম: বাংলাদেশের (Bangladesh Police) চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ কোটি ১৩ লক্ষ টাকা জামাকাপড় নিয়ে চম্পট দিল কাপড় দিয়ে ঢাকা ভ্যানের চালক ও তাঁর সহকারী। কাপড় দিয়ে ঢাকা ভ্যানটি পুলিশ উদ্ধার করলেও গাড়ি থেকে কোটি টাকার জামাকাপড়, গাড়ির চালক ও তাঁর সহকারীকে খুঁজে পাওয়া যায়নি। বুধবার সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগ দায়ের হওয়ার পর ঘটনার তদন্তে নামে পুলিশ। সেদিন রাতেই চট্টগ্রাম বন্দর-ফৌজদারহাট সংযোগ সড়কের শুকতারা রেস্তোরাঁ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় কাপড় দিয়ে ঢাকা ভ্যানটি উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভ্যানটির যাবতীয় নথি এমনকী নম্বরপ্লেটও ভুয়ো। চালক সহাকারীর নাম ও ঠিকানা যাচাই করে পুলিশ জানতে পেরেছে, সেইগুলিরও কোনও সত্যতা নেই। পুলিশ জানিয়েছে পরিকল্পিতভাবেই পণ্যগুলি চুরি করা হয়েছে। অভিযুক্ত চালক ও তাঁর সহকারী খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, চলতি মাসের ৬ তারিখ গাজিপুরের জয়দেবপুর থানার লক্ষ্মীপুরার স্প্যারো অ্যাপারেলস লিমিটেড থেকে ২৯৮টি বাক্স ভর্তি হাফ প্যান্ট বিদেশে রপ্তানির জন্য চট্টগ্রাম বন্দরের এপিএল কনটেইনারে পাঠানো হয়েছিল। তবে নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট স্থানে না পৌঁছনোর কারণে বুধবার বিকেলে কোম্পানির ম্যানেজার সীতাকুণ্ড থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই তদন্তে নামে সীতাকুণ্ড থানার পুলিশ।

পুলিশ ও মালিকপক্ষের কাছে খবর আসে, হাফ প্যান্ট বোঝাই প্যান্টটি পরিত্যক্ত অবস্থায় ফৌজদারহাট এলাকার শুকতারা রেস্তোরাঁর সামনে পড়ে আছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। ভ্যানটি পরীক্ষা করে তাদের দেখতে পান পিছনের লকটি ভাঙা এবং সেখানে মাত্র ২০০টি প্যান্ট রয়েছে। বাকি বিপুল টাকা হ্যাফপ্যান্ট সেখান থেকে উধাও।

পুলিশ জানিয়েছে ওই ভ্যানে মোট ১ কোটি ১৩ লক্ষ ৬১ হাজার ৮৯৯ টাকার হাফ প্যান্ট ছিল। সেইগুলি পতেঙ্গা নিয়ে যাওয়ার কথা ছিল। সীতাকুণ্ড মডেল থানার তরফে ওসি তোফায়েল আহমেদ বলেন, প্রাথমিকভাবে তাদের মনে হচ্ছে হাফপ্যান্টগুলি বিক্রি করে দেওয়া হয়েছে। গাড়ি চালক ও তাঁর সহকারী এই ঘটনার সঙ্গে যুক্ত। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারি চেষ্টা করা হচ্ছে।

Next Article