AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train derailed: ঢাকা যাওয়ার পথে লাইনচ্যুত অগ্নিবীণা এক্সপ্রেস

Agnibina Express: ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ময়মনসিংহ স্টেশনেই দাঁড়িয়ে পড়েছে ব্র‏হ্মপুত্র এক্সপ্রেস।

Train derailed: ঢাকা যাওয়ার পথে লাইনচ্যুত অগ্নিবীণা এক্সপ্রেস
অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত।
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 11:16 PM
Share

ময়মনসিংহ: ঢাকা যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে গেল অগ্নিবীণা এক্সপ্রেস (Agnibina Express)। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশালের ফাতেমা নগর স্টেশন-সংলগ্ন এলাকায়। ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। যদিও এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এই দুর্ঘটনার জেরে ঢাকার সঙ্গে ময়মনসিংহ রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, এদিন রাতে জামালপুর থেকে ঢাকার দিকে রওনা দিয়েছিল অগ্নিবীণা এক্সপ্রেস। রাত ৮টা ৭মিনিট নাগাদ ময়মনসিংহ স্টেশন ছাড়ায় ট্রেনটি। তারপর রাত পৌনে ৯টা নাগাদ ত্রিশালের ফাতেমা নগর স্টেশন ছেড়ে কিছুটা এগোনোর পরই লাইনচ্যুত হয়ে যায় অগ্নিবীণা এক্সপ্রেসের ৩টি বগি। চালক বুঝতে পেরেই অবশ্য আপৎকালীন ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

তবে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ময়মনসিংহ স্টেশনেই দাঁড়িয়ে পড়েছে ব্র‏হ্মপুত্র এক্সপ্রেস। এছাড়া এই রুটের আপ ও ডাউন লাইনের আরও অনেক ট্রেন মাঝপথে থমকে পড়েছে। ময়মনসিংহ জংশনের তরফে জানানো হয়েছে, লাইনচ্যুত অগ্নিবীণা এক্সপ্রেসের বগিগুলি সরাতে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজ শুরু হয়েছে। লাইনচ্যুত বগিগুলি লাইনের উপর থেকে না সরানো পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু করা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব বগিগুলি সরিয়ে ট্রেন চলাচল শুরু করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, দুর্ঘটনাগ্রস্ত অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রীদের অন্য ট্রেনে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।