AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh News: পাড়ার মোড়ে ‘এই পাগল’ ডাক নিয়ে বচসা, রাগের বশে বাড়াবাড়ি করে ফেলে গণপিটুনিতে মৃত ব্যক্তি

Bangladesh: স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, ফয়জুল রবিবার রাতে নালাপুর মোড়ে গিয়েছিলেন। সেখানেই তাঁকে 'এই পাগল' বলে ডাকে আসিক উদ্দিন।

Bangladesh News: পাড়ার মোড়ে 'এই পাগল' ডাক নিয়ে বচসা, রাগের বশে বাড়াবাড়ি করে ফেলে গণপিটুনিতে মৃত ব্যক্তি
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Oct 10, 2022 | 7:41 PM
Share

নওগাঁ: সময়ের সঙ্গে মানবজাতির মধ্যে অসহিষ্ণুতা ক্রমেই বাড়ছে। সামান্য কারণে যখন কাউকে খুন করা হয়, তখন অনেক সময় নিজেদের মনুষ্যজাতির প্রতিনিধি বলে দাবি করতে কুণ্ঠা বোধ হয়। বাংলাদেশের নওগাঁতে এমনই এক ঘটনা ঘটেছে। নওগাঁতে ‘পাগল’ বলাকে কেন্দ্র করে ধারল অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। পরে স্থানীয় বাসিন্দাদের মারধরে অভিযুক্ত ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তিদের নাম ফয়জুল ইসলাম এবং আসির উদ্দিন। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে উপজেলায় আমাইড় ইউনিয়নের নালাপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় থানার ওসি সাংবাদিকদের জানিয়েছেন, এই দুই মৃত্যু নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, ফয়জুল রবিবার রাতে নালাপুর মোড়ে গিয়েছিলেন। সেখানেই তাঁকে ‘এই পাগল’ বলে ডাকে আসিক উদ্দিন। ফয়জুল ও আসিক পূর্ব পরিচিত ছিল বলেই জানা গিয়েছে। পাগল ডাক শুনে ক্ষেপে যায় ফয়জুল। এই নিয়ে দু’জনের মধ্যে চরম বাকবিতণ্ডা শুরু হয়েছিল। লড়াই চরম পর্যায়ে পৌঁছতেই আসির উদ্দিনের পিঠে কুড়ুল দিয়ে আঘাত করে ফয়জুল। কুড়ুলের আঘাতে মাটিয়ে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি।

সঙ্কট জনক অবস্থায় আসিরকে স্থানীয়রা প্রাথমিকভাবে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিলেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। আসির মৃত্যুর খবর আসতেই স্থানীয় বাসিন্দারা ক্ষেপে ওঠেন। ফয়জুলকে নালাপুর মোড়ে একটি গাছের সঙ্গে বেঁধে ব্যাপক মারধর করা হয়। মার খেয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল ফয়জুল। খবর পেয়ে রবিবার রাতে ৯ টা নাগাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং সঙ্কটজনক অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।