ঢাকা: ভর সন্ধ্যায় অগ্নিকাণ্ড বাংলাদেশে। একেবারে রাজধানী ঢাকার একটি বহুতলে ভয়াবহ আগুন লাগল। রবিবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অগ্নিকাণ্ডের পর চার ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলের ১৩টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে চলেছে। পরিস্থিতি মোকাবিলায় নেমেছে সেনাবাহিনীও। আশপাশের বাড়িগুলির বাসিন্দাদের বের করে গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
জানা গিয়েছে, ঢাকার গুলশান এলাকায় ১২ তল বিশিষ্ট একটি বহুতলে বিধ্বংসী আগুন লাগে। সন্ধ্যা ৭টা নাগাদ বহুতলটিতে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৬টি ইঞ্জিন। পরে আরও সাতটি ইঞ্জিন পাঠানো হয়। কিন্তু, তারপর চার ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি মোকাবিলায় নেমেছে সেনাবাহিনী ও বিমান বাহিনীর একটি দল। একেবারে বিমানে করে জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।
এদিকে, ওই বহুতলটিকে অনেকগুলি পরিবার বসবাস করতে। ইতিমধ্যে দমকলকর্মীরা ওই বহুতলের ভিতর থেকে ২২ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। যার মধ্যে অনেকেই অগ্নিদগ্ধ হয়েছেন এবং অনেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের সকলকে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যুও হয়েছে। বহুতলটিতে আরও অনেকে আটকে রয়েছেন। ইতিমধ্যে আগুনের হাত থেকে বাঁচতে অনেকে উপরের ব্যালকনি বা জানলা থেকে ঝাঁপও দিয়েছেন। সবমিলিয়ে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ঘন জনবসতিপূর্ণ এলাকায় বহুতলটি অবস্থিত হওয়ায় আশপাশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আশপাশের বাড়িগুলি থেকে বাসিন্দাদের বের করার কাজ শুরু করেছে পুলিশ ও দমকল বাহিনী। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।