AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire in Rohingya Camp: কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে ফের আগুন, ঘরছাড়া ৭ হাজার মানুষ

Bangladesh: মায়ানমার লাগোয়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ৫-এ আগুব লাগে। জনাকীর্ণ এলাকা হওয়ায় এবং প্লাস্টিকের অস্থায়ী ছাউনি হওয়ায় আগুন নিমেষে আশেপাশে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় কমপক্ষে ৮০০ ছাউনি। পরে খবর পেয়ে আগুন নেভানোর কাজে নামে দমকল বাহিনী। তিন ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

Fire in Rohingya Camp: কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে ফের আগুন, ঘরছাড়া ৭ হাজার মানুষ
রোহিঙ্গা শিবিরে আগুন।Image Credit: Twitter
| Updated on: Jan 08, 2024 | 6:15 AM
Share

ঢাকা: ফের আগুন রোহিঙ্গা শিবিরে। এক সপ্তাহের মধ্যেই পরপর দুইবার আগুন লাগল বাংলাদেশের (Bangladesh) রোহিঙ্গা শিবিরে (Rohingya Camp)। রবিবার কক্সবাজারের কাছে একটি অস্থায়ী রিফিউজি ক্যাম্পে (Refugee Camp) আগুন লাগে। নিমেষেই সেই আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে কমপক্ষে ৮০০ অস্থায়ী ছাউনি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। গৃহহীন কমপক্ষে ৭ হাজার মানুষ। 

সংবাদসংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ১টা নাগাদ মায়ানমার লাগোয়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ৫-এ আগুব লাগে। জনাকীর্ণ এলাকা হওয়ায় এবং প্লাস্টিকের অস্থায়ী ছাউনি হওয়ায় আগুন নিমেষে আশেপাশে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় কমপক্ষে ৮০০ ছাউনি। পরে খবর পেয়ে আগুন নেভানোর কাজে নামে দমকল বাহিনী। তিন ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, কীভাবে এই আগুন লেগেছিল, তা এখনও জানা যায়নি। তবে শীতের রাত হওয়ায় এবং বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কক্স বাজারে রিফিউজি রিলিফ ও রিপাট্রিয়েশন কমিশনার মহম্মদ মিজানুর রহমান জানান, অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের অস্থায়ী ছাউনি ছাড়াও শিক্ষাকেন্দ্র পুড়ে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই। কমপক্ষে ৭০০০ মানুষ গৃহহীন হয়ে গিয়েছেন। তাদের আপাতত অস্থায়ী ছাউনিতে থাকা ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে।

এর আগে, গত সপ্তাহেই ৩১ ডিসেম্বরও বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে আগুন লাগে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে, পুড়ে যায় কমপক্ষে ৫০টি বাড়ি। তবে সেই দুর্ঘটনাতেও হতাহতের কোনও খবর মেলেনি। এক সপ্তাহের ব্যবধানেই ফের আগুন লাগায়, এর পিছনে নাশকতামূলক উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।