ঢাকা: বাংলাদেশের (Bangladesh) সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের পর ১৬ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। কিন্তু, এখনও ধিকি-ধিকি আগুন জ্বলছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সারা রাত লেগে যাবে বলে মনে করছেন দমকলকর্মীরা। তাই সারারাত ধরে দমকলের ১২টি ইঞ্জিন যৌথভাবে আগুন নেভানোর কাজ করবে এবং উদ্ধারকাজ চলবে বলে জানিয়েছে দমকল বাহিনী। অন্যদিকে, এই অগ্নিকাণ্ডের পিছনে নাশকতা থাকতে পারে বলে প্রশাসনের আশঙ্কা। ফলে এই অগ্নিকাণ্ডের তদন্তে নেমেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ব়্যাব (RAB)।
প্রশাসন সূত্রে খবর, কয়েকদিন আগেই ঢাকার বঙ্গবাজারে বিধ্বংসী আগুন লেগেছিল। সেই রেশ কাটতে না কাটতে সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এভাবে রাজধানীতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার আশঙ্কাই দৃঢ় হচ্ছে। তাই সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের তদন্তভার ব়্যাবকে দেওয়া হয়েছে। নাশকতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকার আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এদিন এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী (Bangladesh PM) শেখ হাসিনাও চলতি মাসে পরপর চারটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, “ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রত্যেকটা মার্কেটকে বারবার সতর্ক করা হচ্ছ। মার্কেটগুলির যে অবস্থা সেখানে যে কোনও সময় দুর্ঘটনা হতে পারে, কিন্তু এরপর পরপর চারটি ঘটনাকে যদি আমরা দেখি, তাহলে এটা কি আদতেই কোনও দুর্ঘটনা নাকি এর পিছনে কোনো কারসাজি আছে।”
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল ভোরে ঢাকার বঙ্গবাজার মার্কেট ভস্মীভূত হয়ে যায়। তারপর গত ১১ এপ্রিল চকবাজারের সিরামিক গুদামে আগুন লাগে। গত বৃহস্পতিবার পুরানো ঢাকার নবাবপুর রোডে আগুনে পুড়ে যায় ২০টির মতো গুদাম। এদিন ভোরে আগুন লাগল ঢাকার নিউ সুপার মার্কেটে।
এর আগের অগ্নিকাণ্ডগুলিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে সারারাত ধরে আগুন নেভানোর প্রয়োজন হয়নি। কিন্তু, এদিন সুপার মার্কেটে আগুন লাগার ১৬ ঘণ্টা পরেও আগুন সম্পূর্ণ নেভেনি। দমকল বাহিনীর আধিকারিক জানিয়েছেন, আগুন এখনও সম্পূর্ণ নেভেনি। সারারাত ধরে ১২টি ইঞ্জিন কাজ করবে। তবে বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই বলেই জানিয়েছেন তিনি।