ঢাকা: দুর্ঘটনার পর এবার বিতর্ক। পদ্মা সেতুর না কি স্ক্রু আলগা! এমনই এক ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ পুলিশের তরফে। দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর শনিবারই খুলেছে বাংলাদেশের পদ্মা সেতু। অন্য কোনও দেশের আর্থিক সাহায্য ছাড়াই এই সেতু তৈরি করায় পদ্মা সেতুকে বাংলাদেশের গর্ব বলেই অ্যাখ্য়া দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু উদ্বোধনের পর থেকেই একের পর এক বিপত্তি। রবিবারই একটি দুর্ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যু হয়। এবার সামনে এল একটি টিকটক ভিডিয়ো, যেখানে এক যুবক দাবি করছেন যে, সেতুর নাট-বল্টু খুলে যাচ্ছে এখনই।
উদ্বোধনের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিতর্ক শুরু হওয়ায়, কিছুটা অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ প্রশাসন। বিবিসি সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, রবিবারই এক ‘টিকটকার’ পদ্মা সেতু ঘুরে দেখতে যান। সেখানেই তিনি সেতুর একটি রেলিংয়ের উপর চড়ে বসেন। হাত দিয়েই তিনি নাকি দুটি নাট খুলে ফেলেন। ৩৪ সেকেন্ডের ওই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। প্রশাসনের নজরে পড়তেই গ্রেফতার করা হয় ওই যুবককে। মজাচ্ছলেই নাকি অপরাধমূলক ষড়যন্ত্র করে যুবক ওই কাণ্ড ঘটিয়েছে, তা জানার চেষ্টা করা হচ্ছে।
#Watch: উদ্বোধনের পরের দিনই দুর্ঘটনা পদ্মা সেতুতে। মৃত্যু হয়েছে ২ যুবকের। ঘটনার পর সোমবার সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরবাইক চলাচল নিষিদ্ধ করেছে সরকার।
সব খবর: https://t.co/WHPSwzYdl8#PadmaBridge | #Bangladesh pic.twitter.com/hUlTL8Co96
— TV9 Bangla (@Tv9_Bangla) June 27, 2022
জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বায়োজিদ তালহা। পদ্মা সেতুতে ঘুরতে গিয়েই তিনি একাধিক টিকটক ভিডিয়ো বানান। এরইমধ্যে একটি ভিডিয়োয় দেখা যায়, সেতুর রেলিংয়ে উঠে তার নাট খোলার চেষ্টা করছে ওই যুবক। হাতে দুটি নাটও ধরা। সেগুলি নাকি তিনিই হাত দিয়ে খুলে ফেলেছেন। ভাইরাল হওয়া ভিডিয়োয় যুবককে বলতে শোনা যায়, “এই নাট তো ঢিলা। আমি ভিডিয়ো করছি, আপনারাও দেখুন। এই হল হাজার কোটি টাকার পদ্মা সেতু।”
ভিডিয়োটি ভাইরাল হতেই যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। গ্রেফতার করা হয় ওই যুবককে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, গতকালই পদ্মা সেতুতে যান চলাচলের প্রথম দিন ছিল। আর প্রথম দিনই দুর্ঘটনায় প্রাণ হারাল দুই যুবক। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ পদ্মা সেতু দিয়ে যাওয়ার সময় একটি বাইক রেলিংয়ে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে মাটিতে ছিটকে পড়ে দুই যুবক। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরই বাংলাদেশ সরকারের তরফে নির্দেশিকা প্রকাশ করে আপাতত সেতুতে বাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। আজ, সোমবার থেকে এই নির্দেশিকা কার্যকর হয়েছে।