ক্যারাম না খেলতে চাওয়ায় যুবককে ছুরির কোপ, কেটে গেল হাতের কনুই

সুমন মহাপাত্র |

Mar 10, 2021 | 11:51 PM

একবার ক্যারাম খেলার পর আর ক্যারাম খেলতে চাননি সাগর।

ক্যারাম না খেলতে চাওয়ায় যুবককে ছুরির কোপ, কেটে গেল হাতের কনুই
প্রতীকী চিত্র

Follow Us

পবলরামপুর: ক্যারাম না খেলতে চাওয়ায় বছর চব্বিশের সাগরকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ বছর বাইশের ফজলে রাব্বীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সওয়া পাঁচটা নাগাদ বাংলাদেশের পঞ্চগড়ের চন্দনবাড়ি ইউনিয়নের বলরামপুরে এই ঘটনা ঘটেছে। এলাকাবাসীর কথা অনুযায়ী, নৈতন চন্দ্র বর্মন ওরফে সাগর নামে এক যুবক বলরাম বাজারের পাঁচ মাথায় ক্যারাম খেলতে যান।

সেখানে একবার ক্যারাম খেলার পর আর ক্যারাম খেলতে চাননি সাগর। তখনই তাঁর সঙ্গে ঝগড়া বাধে ফজলে রাব্বীর। এরপর আরেক যুবক সোহাগের কাছ থেকে ছুরি নিয়ে সাগরকে আঘাত করে ফজলে রাব্বী। এমনটাই অভিযোগ সাগরের বাবার। ছুরির আঘাতে সাগরের পেটে ক্ষত সৃষ্টি হয়, কেটে যায় হাতের কনুই।

তখন সাগরের চিৎকারে স্থানীয় এলাকার অনেকে ছুটে আসেন। তারপর খবর যায় বোদা থানার পুলিশের কাছে। এলাকার বাসিন্দারা আহত সাগরকে বোদা উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ চৌধুরী জানান ছুরি দিয়ে আঘাত করার অভিযোগে ফজলে রাব্বীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: ‘৩ ঘণ্টা নরকে ছিলাম’, লাঠি, চেন, বেল্ট দিয়ে পিটিয়েছে পুলিশ

Next Article