শরীয়তপুর: পদ্মায় ট্রলার ডুবে ফের মৃত্যু। শরীয়তপুরের জাজিরায় মাঝিরঘাট-শিমুলিয়া নৌ পথে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। জলে পড়ে মৃত্যু হয়েছে ৭০ বছর বয়সী আবদুর রহমান আকনের। তাঁর মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। ব্যক্তিগত কাজে ঢাকা (Dhaka) যাওয়ার পথে ট্রলার উল্টে মৃত্যু হয় তাঁর। নিখোঁজ আরও ৪ জন।
ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বাংলাদেশ নৌ চলাচল বন্ধ। তা সত্ত্বেও কয়েকজন জাজিরার পালেরচর এলাকা থেকে একটি মাছ শিকারের ট্রলার নিয়ে ঢাকা যাচ্ছিলেন। তখনই দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে মোট ১৬ জন ছিলেন। তার মধ্যে একজন প্রাণ হারিয়েছেন। বাকি ৪ জন নিখোঁজ। ১১ জনকে জীবিত উদ্ধার করেছে নৌ-পুলিশ।
রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চললেও নিখোঁজ ৪ জনের কোনও হদিশ পায়নি পুলিশ। শুক্রবার সকাল থেকে ফের উদ্ধারের কাজ শুরু হবে। যে ব্যক্তি প্রাণ হারিয়েছেন তিনি একজন মুক্তিযোদ্ধা। তাঁর দেহ পরিবারের হাতে তুলে দিয়েছে স্থানীয় প্রশাসন। উল্লেখ্য, বাংলাদেশ নদীমাতৃক দেশ। সেখানে প্রায়ই ট্রলাডুবি বা নৌকাডুবির মতো দুর্ঘটনা ঘটে। গত ৪ মে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে স্পিডবোটের সঙ্গে বাল্কহেডের ধাক্বায় ২৬ জন প্রাণ হারিয়েছিলেন।
আরও পড়ুন: ‘মারাত্মক ভুল’ চোকসির, ‘ওয়ান্টেড’কে ভারতের হাতে ফিরিয়ে দিতে চায় অ্যান্টিগুয়া