Bangladesh News: খেলনা পিস্তল নিয়ে চরম বাক বিতণ্ডা, ছুরির আঘাতে মৃত তরুণ

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

May 06, 2022 | 8:54 PM

Murder Case: পুলিশ জানিয়েছে, নিহত তরুণের বাবা বাহার মিঞার গয়না তৈরির কারখানা রয়েছে, আবদুর বাবার কারখানায় গয়না তৈরির কাজ করত।

Bangladesh News: খেলনা পিস্তল নিয়ে চরম বাক বিতণ্ডা, ছুরির আঘাতে মৃত তরুণ
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

ঢাকা: ছেলেবেলা আমরা সকলেই খেলনা পিস্তল নিয়ে খেলা করেছি। দোকানিরা যখন হরেক রকম খেলনার পসরা সাজিয়ে বসত, তখন সবার আগেই চোখ চলে যেত খেলনা বন্দুকের দিকে। সেই খেলনা বন্দুকই যে কারোর মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে তা কখনও ভেবে দেখেছেন? শুনতে অবাক লাগছে তো? কিন্তু বাস্তবে এমন ঘটনা সত্যি হয়েছে। বাংলাদেশে এক তরুণের মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছে একটি খেলনা পিস্তল। বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার (Dhaka) কামরাঙ্গীরচরে ছুরিকাঘাত (Stabbed) হয়ে এক তরুণের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে রূপনগর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, সামান্য ঘটনা নিয়ে বাকবিতণ্ডার জেরেই খুনের ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, ছুরিকাগত তরুণের নাম আবদুর রহমান। নিহত তরুণ বাসা লালবাগের শহীদনগর ১ নম্বর গলি এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, নিহত তরুণের বাবা বাহার মিঞার গয়না তৈরির কারখানা রয়েছে, আবদুর বাবার কারখানায় গয়না তৈরির কাজ করত। আবদুরকে খুনের ঘটনায় শামীম, আবির ও ওয়াহেদ নামের তিন তরুণকে পুলিশ গ্রেফতার করেছে। কামরাঙ্গীরচর থানার ওসি মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, বন্ধুদের সঙ্গে কামরাঙ্গীরচর কুড়ার ঘাট এলাকায় একটি মেলায় গিয়েছিলেন আবদুর। ঈদ উপলক্ষে সেই মেলার আয়োজন করা হয়েছিল। সেই মেলা থেকে আবদুর একটি খেলনা পিস্তল কেনেন। মেলা থেকে ফেরার পথে খেলনা পিস্তল নিয়ে বন্ধুদের সঙ্গে তাঁর তর্কাতর্কি হয়। বাগবিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছয় যে শামীম ছুরি দিয়ে আবদুরকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং আগের কোনও শত্রুতা রয়েছে কি না, তা জানার চেষ্টা চালনো হচ্ছে। অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

Next Article