
ঢাকা: থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া। বাংলাদেশ অভিবাসন পুলিশ সূত্রে খবর, গ্রেফতারির পর সেখানেই জেরায় বসে পুলিশ। তারপর খানিক বাদে নায়িকা হস্তান্তর করে দেওয়া হয় ঢাকার ভাটারা থানায়। তারপর সেখান থেকে তাঁকে পাঠিয়ে দেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে।
কিন্তু কোন অভিযোগে বাংলাদেশের জনপ্রিয় নায়িকাকে তুলে নিয়ে গেল পুলিশ? জানা গিয়েছে, গত বছর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন আওয়ামী লীগের হয়ে নুসরত আর্থিক সাহায্য করেছিলেন বলে অভিযোগ। এছাড়াও, একটি হত্যা মামলাতেও নাম জড়িয়েছে তাঁর। সেই সূত্র ধরেই তাঁকে গ্রেফতার করেছে বাংলাদেশি পুলিশ।
উল্লেখ্য, নুসরতের আওয়ামী-ঘনিষ্ঠতাই তাঁর জন্য কাল হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। সাম্প্রতিককালে শেখ মুজিবুর রহমানের বায়ো পিকেও দেখা গিয়েছিল নুসরতকে। সেই ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বাংলাদেশের সাংস্কৃতিক মহলের দাবি, ওই একটা চরিত্রেই ‘ফাঁদে’ পড়ে গিয়েছেন নুসরত। বন্দি হতে হয়েছে ‘ইউনূসের পুলিশের’ হাতে।
গত কয়েকদিন বাংলাদেশে নতুন করে চড়েছে উত্তেজনার পারদ। ইউনূসের বিরুদ্ধে পথে নেমেছে শতাধিক পড়ুয়া। সাম্য খুন-জগন্নাথ বিশ্ববিদ্যালয়-সহ একাধিক ইস্যুতে পারদ চড়ছে পদ্মা পাড়ের রাজনীতির। সেই আবহে ‘হাওয়া ঘোরাতেই’ ফের আওয়ামী-ঘনিষ্ঠদের ‘নিশানা’ করছে পুলিশ। চলছে গ্রেফতারি। নুসরতও সেই ‘হাওয়া ঘোরানোর’ নমুনা বলে মত একাংশের। তবে এই কৌশলে ইউনূসের উপর আরও চাপ বাড়তে পারে বলেও মনে করছেন অনেকেই।