Chinmoy Krishna Das: ‘রাষ্ট্রদ্রোহিতা মানেই যাবজ্জীবন কারাদণ্ড’, কেন চিন্ময়কৃষ্ণকে জামিন দিলেন না? ব্যাখ্যা দিলেন বিচারক

Suman Kalyan Bhadra | Edited By: Avra Chattopadhyay

Jan 02, 2025 | 4:37 PM

Chinmoy Krishna Das: বারংবার জামিন আর্জি খারিজ হয়েছে বাংলাদেশি হিন্দু নেতার। তা-ই এবার আরও এক ধাপ এগিয়ে সরাসরি উচ্চ আদালতে দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে চিন্ময়কৃষ্ণ প্রভুর আইনজীবীরা।

Chinmoy Krishna Das:  রাষ্ট্রদ্রোহিতা মানেই যাবজ্জীবন কারাদণ্ড, কেন চিন্ময়কৃষ্ণকে জামিন দিলেন না? ব্যাখ্যা দিলেন বিচারক
চিন্ময়কৃষ্ণ প্রভু
Image Credit source: Darrin Klimek/Digital vision/Getty images

Follow Us

ঢাকা: চিন্ময়কৃষ্ণের জামিনের আর্জি নিয়ে উচ্চ আদালতে দ্বারস্থ হবেন তাঁর আইনজীবীরা। এদিন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতেন খারিজ হয়ে যায় চিন্ময়কৃষ্ণের জামিন মামলা। বিচারপতি মো.সাইফুল ইসলাম বলেন, ‘যেহেতু এই মামলায় দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড হবে। সেহেতু এই মামলা কার্যত জামিন অযোগ্য।’

তবে এখনই হাল ছাড়া নয়। গত দেড় মাস ধরে লড়াই চালিয়েও বারংবার জামিন আর্জি খারিজ হয়েছে বাংলাদেশি হিন্দু নেতার। তা-ই এবার আরও এক ধাপ এগিয়ে সরাসরি উচ্চ আদালতে দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে চিন্ময়কৃষ্ণ প্রভুর আইনজীবীরা। এদিন চট্টগ্রাম আদালত কক্ষ থেকে বেরিয়ে এই মামলার এক আইনজীবী বলেন, ‘সব কিছু শোনার পরে চিন্ময়কৃষ্ণ প্রভুর মামলায় জামিন আর্জি খারিজ করেছেন বিচারপতি। তাই আমরা এখন উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এই প্রসঙ্গে চিন্ময়কৃষ্ণ প্রভুর আইনজীবী সুমন কুমার রায় টিভি৯ বাংলাকে জানায়, ‘আজকের রায়ে আমরা একেবার অসন্তুষ্ট। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি চিন্ময়কৃষ্ণের মামলা নিয়ে উচ্চ আদালতে যাব এবং আমাদের দৃঢ় বিশ্বাস সেখানে আমরা ন্যায়বিচার পাব।’ এদিন শুনানি পরেই আদালত চত্বরে তৈরি হয় উত্তেজনা। চলে স্লোগান-পাল্টা স্লোগান। যারা চায় না চিন্ময়কৃ্ষ্ণের জামিন হোক, তারাই হয়তো স্লোগান চালাচ্ছিল, দাবি আইনজীবী সুমন কুমারের। পাশাপাশি, তাদেরকে ‘দালাল’ বলে আখ্যা দেওয়াও হয়েছে বলে অভিযোগ তাঁর।

এই খবরটিও পড়ুন

দিনকয়েক আগে চিন্ময়কৃষ্ণ অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছিল দুই বাংলায়। গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন বাংলাদেশের এই হিন্দু নেতা। জেলে মিলছিল না ঠিক মতো চিকিৎসা পরিষেবা। তাই বারবার জামিন মামলায় জোর দেওয়া। এদিন তার আইনজীবীর মুখেও শোনা গেল একই কথা। তাঁর দাবি, তিনি অনেকটা সুস্থ আছেন। কিন্তু একজন সন্ন্যাসীর যে জীবনযাপন, সেই ভিত্তিতেই তাঁর জামিন পাওয়াটা দরকার।

Next Article