‘দেশটা কি তোর বাপের?’, বাংলাদেশের রাস্তায় হিন্দুদের গর্জন, চাপে ইউনূস

Rajib Khan | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 27, 2024 | 2:53 PM

Bangladesh: চট্টগ্রাম, রংপুর, ঢাকা সহ একাধিক জায়গায় হিন্দুদের উপরে হামলা ঘটনা সামনে এসেছে। এদিকে, মঙ্গলবারই এক আইনজীবীর মৃত্য়ুকে ঘিরেও বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশের সংখ্যাগুরু জনগোষ্ঠী নিশানা করেছে সংখ্যালঘুদেরই।

দেশটা কি তোর বাপের?, বাংলাদেশের রাস্তায় হিন্দুদের গর্জন, চাপে ইউনূস
বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতিবাদ।
Image Credit source: Facebook

Follow Us

ঢাকা: হাসিনা সরকারের পতনের পর থেকেই হিংসা-আক্রমণের শিকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। কখনও জ্বালিয়ে দেওয়া হয়েছে ঘরবাড়ি-দোকানপাট, কোথাও আবার নৃশংসভাবে হত্যা করা হয়েছে হিন্দুদের, এমনটাই অভিযোগ। ওপার বাংলায় সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিয়ে বারংবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। বাংলাদেশের ইউনূস সরকারের তরফে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও, তা কতটা কার্যকর হয়েছে, যথেষ্ট সংশয় রয়েছে সেই বিষয়ে।

হিংসার ঘটনা লাগাতার ঘটছিলই। চলতি সপ্তাহ থেকে নতুন করে অশান্তি শুরু হয়েছে ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে ঘিরে। বাংলাদেশে হওয়া হিন্দুদের উপরে অত্যাচার নিয়েই সরব হয়েছিলেন চিন্ময় দাস।  গত অক্টোবরে চট্টগ্রামে যে মহামিছিলের আয়োজন করা হয়েছিল, তার নেতৃত্বও দিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। দেশদ্রোহিতার অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে অশান্তি শুরু হয়েছে। চট্টগ্রাম, রংপুর, ঢাকা সহ একাধিক জায়গায় হিন্দুদের উপরে হামলা ঘটনা সামনে এসেছে। এদিকে, মঙ্গলবারই এক আইনজীবীর মৃত্য়ুকে ঘিরেও বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশের সংখ্যাগুরু জনগোষ্ঠী নিশানা করেছে সংখ্যালঘুদেরই। হুমকি দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের। তাদের দেশ ছাড়তে বাধ্য করার জন্য ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ।

আর এই হুমকির প্রতিবাদেই সুর চড়িয়েছে সংখ্যালঘুরা। হিন্দু ও সংখ্যালঘুরা হিংসার প্রতিবাদে স্লোগান উঠেছে “কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার?”।  নতুন করে দিকে দিকে শোনা যাচ্ছে এই স্লোগান।

Next Article