নিউ জার্সি: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির হল BAPS স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির (Akshardham Temple)। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির রবিনসভাইলে অবস্থিত এই মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়েছে চলতি বছরের অক্টোবরে। সেই অনুষ্ঠান এবং মন্দিরে হিন্দু দেব-দেবীর স্থাপনাকে কেন্দ্র করে এক সপ্তাহ ধরে সেখানে বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। নিউ জার্সিতে বসবাসকারী ইন্দো-আমেরিকান মহিলারাই এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন। মূলত, সম্প্রীতি, নিঃস্বার্থ সেবা ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠানে কেবল হিন্দু নয়, ইসলাম, জৈন ও বৌদ্ধ ধর্মের প্রতিনিধি-সহ বিভিন্ন ধর্মের বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এপ্রসঙ্গে ব্রহ্মাবিহারীদাস স্বামী বলেন, “আমরা বিশ্বাস করি, ধর্মের মূল অর্থ হল সম্প্রীতি। বিশ্বাস, ঐক্য ও নিঃস্বার্থ সেবার প্ল্যাটফর্ম হল অক্ষরধাম মন্দির।”
নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারের প্রায় ৯০ কিলোমিটার দূরে এবং ওয়াশিংটন ডিসি-র ২৭৯ কিলোমিটার উত্তরে নিউ জার্সির রবিনসভাইল টাউনশিপে ১৮৩ একর জায়গার উপর নির্মিত হয়েছে ভারতের বাইরে বিশ্বের বৃহত্তম এই হিন্দু মন্দিরটি। কেবল আয়তনে বৃহৎ নয়, হিন্দু সংস্কৃতিকে মাথায় রেখে মন্দিরের চোখধাঁধানো কারুকাজও অসাধারণ। শিল্পকলা খচিত ১০ হাজারের বেশি মূর্তি-সহ ঐতিহ্যবাহী ভারতীয় সংস্কৃতির শিল্পকলা তুলে ধরা হয়েছে মন্দিরের প্রতিটি দেওয়ালে। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে নকশা করা হয়েছে। এই মন্দিরে একটি প্রধান মন্দির, ১২টি উপ-মন্দির, নয়টি শিখর (শিখরের মতো কাঠামো), এবং নয়টি পিরামিডের মতো শিখর রয়েছে। এছাড়া ঐতিহ্যবাহী পাথরের স্থাপত্যের বৃহত্তম উপবৃত্তাকার গম্বুজ রয়েছে। এছাড়া গোলাপী পাথর, লাইমস্টোন, মার্বেল ও গ্রানাইট-সহ চার ধরনের পাথর দিয়ে মন্দিরটি নির্মিত হয়েছে।
অক্ষরধাম মন্দিরের ভিতরের চোখ ধাঁধানো কারুকাজ।
অক্ষরধাম মন্দিরের প্রধান বিগ্রহ হলেন, স্বামী নারায়ণ। তাঁর উদ্দেশ্যে মন্দির চত্বরে নীলকান্ত প্লাজার পবিত্র মূর্তি রয়েছে। আবার ভারতের ৩০০টি পবিত্র নদীর জল দিয়ে পূর্ণ রয়েছে ব্রহ্মকুণ্ড। আবার পুণ্যার্থীদের স্বাগত জানাতে ওয়েলকাম সেন্টার। দীপাবলিতে ২৭০০-র বেশি আলো দিয়ে সাজানো হয়েছিল এই ওয়েলকাম সেন্টার। এখানকার কারুকাজও দেখার মতো। এছাড়া রয়েছে শ্যায়োনা ক্যাফে। এখানে বসেই পুণ্যার্থীরা প্রসাদ গ্রহণ করতে পারবেন। এছাড়া ইন্দো-পশ্চিমী সংস্কৃতির মিশেলে তৈরি এই ক্যাফেতে ভারতীয় ও ওয়েস্টার্ন খাবারও পাওয়া যায়।
অক্ষরধাম শব্দের অর্থ হল, অন্যান্য জিনিসের মধ্যে “একটি নিরবধি স্থান”। BAPS-এর প্রয়াত আধ্যাত্মিক নেতা এবং স্বামীনারায়ণ অক্ষরধামের অনুপ্রেরণায় নির্মিত এই মন্দিরের প্রধান বক্তব্য হল, স্বামীনারায়ণ অক্ষরধামে প্রবেশ করে সবাই শান্তি ও অনুপ্রেরণা পান। সবমিলিয়ে, পশ্চিমী দুনিয়ায় হিন্দু সংস্কৃতির এটি একটি অনন্য নিদর্শন নিউ জার্সির বিএপিএস স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির।
এই মন্দিরটি নির্মাণ করতে ২০১১ সাল থেকে ২০২৩ সাল, দীর্ঘ ১২ বছর সময় লেগেছে। সাড়ে ১২ হাজারের বেশি ভলান্টিয়ার মন্দিরটির নির্মাণকাজে যুক্ত ছিলেন। এই মন্দিরটি একদিকে যেমন হিন্দু সংস্কৃতির অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে, তেমনই বিশ্বব্যাপী বিভিন্ন দান-খয়রাতিতেও যুক্তি। বিএপিএস-এর তরফে স্থানীয় এলাকায় স্কুল, হাসপাতাল গড়ে তোলা হয়েছে। সর্বদা শান্তি ও অনুপ্রেরণার বার্তাই দিচ্ছেন মহন্ত স্বামী মহারাজ। অক্ষরধাম মন্দিরটির নিজস্ব সোশ্যাল পেজও রয়েছে। এছাড়া এই সোশ্যাল পেজগুলির মাধ্যমে মন্দিরটির ভিতরের সমস্ত অনুষ্ঠানও দেখা যায়। সবমিলিয়ে, হিন্দু সংস্কৃতির এক অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে নিউ জার্সির স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির।