Biden on Rishi Sunak: ‘যুগান্তকারী মাইলফলক’, সুনকের জয়ে উচ্ছ্বসিত বাইডেন

Biden on Rishi Sunak: ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ঋষি সুনক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই জয়কে যুগান্তকারী মাইলফলক বলেছেন।

Biden on Rishi Sunak: 'যুগান্তকারী মাইলফলক', সুনকের জয়ে উচ্ছ্বসিত বাইডেন
ছবি সৌজন্যে: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2022 | 2:13 PM

ওয়াশিংটন: দীর্ঘ লড়াইয়ের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। ব্রিটেনের ইতিহাসে এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত সেদেশের মসনদে বসছেন। শুধু তাই নয়, বিগত দুই শতকের মধ্যে ব্রিটেনের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হবেন ঋষি। তাঁর এই বড় জয়ে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতারা। গতকাল শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। হোয়াইট হাউসে আয়োজিত দীপাবলির অনুষ্ঠানে বাইডেন জানিয়েছেন, সুনকের এই জয় স্তম্ভিত করে দেয়। তিনি বলেছেন, ‘একটি যুগান্তকারী মাইলফলক এবং এটা গুরুত্বপূর্ণ।’

এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জঁ-পিয়ের জানিয়েছেন, প্রোটোকল মেনে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সুনকের সঙ্গে দেখা না হওয়া অবধি তিনি সরকারিভাবে সুনককে অভিনন্দন জানাবেন না। সংবাদ সংস্থা এএফপি অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট আগামী কয়েক দিনের মধ্যেই সুনকের মধ্যে কথা বলবেন বাইডেন।

সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ঋষি সুনক। গত বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন বিদায়ী প্রধানমন্ত্রী লিজ় ট্রাস। ১০ ডাউনিং স্ট্রিট থেকে তিনি এই বিষয়ে ঘোষণাও করেছিলেন। পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এই পদে থাকবেন বলে জানিয়েছিলেন। এবার তাঁর ইস্তফার ঘোষণার এক সপ্তাহের মধ্যেই নয়া প্রধানমন্ত্রী পেল ব্রিটেন। এই দৌড়ে প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী পেনি মরডন্ট নাম লেখালেও শেষ মুহূর্তে উভয়েই নাম প্রত্য়াহার করেন। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মসনদ হাশিল করেন সুনক।