নয়াদিল্লি: গত বছরেই মোদীর সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেছিলেন মাইক্রোসফ্টের কর্ণধার বিল গেটস। নতুন বছর পড়তেই ফের একবার ভারত সফরে এসেছেন তিনি। তিন বছরে এই নিয়ে টানা তিন বার এদেশে এলেন তিনি।
নয়াদিল্লিতে গেটস ফাউন্ডেশনের ২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষেই এদেশে এসেছএন গেটস। বুধবার বৈঠক করলেন মোদীর সঙ্গেও। সেই প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলেও একটি পোস্ট করেন মাইক্রোসফ্টের কর্ণধার। সেই পোস্টে তিনি লেখেন, ‘স্বাস্থ্য়, কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা সব খাতে ভারতের বিকাশ নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে অনেকটা সময় আলোচনা করলাম।’
AI solutions for better crops, stronger healthcare, smarter education & climate resilience— MoU soon between India AI Mission & @gatesfoundation pic.twitter.com/YnyEHnGhQt
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) March 19, 2025
এদিন আবার মোদীর সঙ্গে বৈঠকের পর বিল গেটস সরাসরি চলে যান সংসদে। সেখানে গিয়ে অন্যান্য সাংসদদের সঙ্গে আলাপচারিতা করতে দেখা যায় তাঁকে। পাশাপাশি, সাক্ষাৎ করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও কেন্দ্রীয় রাসায়নিক মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গেও।
I had a great discussion with @narendramodi about India’s development, the path to Viksit Bharat @ 2047, and exciting advancements in health, agriculture, AI, and other sectors that are creating impact today. It’s impressive to see how innovation in India is driving progress… pic.twitter.com/UoM6myxraD
— Bill Gates (@BillGates) March 18, 2025
প্রসঙ্গত, বরাবরই ভারতপন্থী শিল্পপতি হিসাবেই আন্তর্জাতিক স্তরে পরিচিতি বিল গেটসের। এই নিয়ে তিন বছরে তিনবার এদেশে সফর এলেন তিনি। গতবারের মতো এবারও ভোলেননি প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করতে। তিনি জানিয়েছেন, ‘ভারত এমন একটি জায়গা, যেখানে যেমন বড় চ্যালেঞ্জও রয়েছে, তেমনি মানুষের মনের মধ্যে রয়েছে বড় উচ্চাকাঙ্খাও।’ তাঁর আরও দাবি, ‘আমি যখনই ভারতে আসি, তখনই দেখি এখানকার স্বাস্থ্য, কৃষি এবং প্রযুক্তিতে বড় কোনও উন্নতি করে ফেলেছে সরকার।’
#WATCH | Delhi | Former Microsoft CEO Bill Gates departs from Parliament after his meeting with Union Minister JP Nadda pic.twitter.com/23nw9w9TKQ
— ANI (@ANI) March 19, 2025