Period: ষষ্ঠ শ্রেণি পর্যন্ত আলোচনা করা যাবে না পিরিয়ড, যৌনতা নিয়ে, বিল নিয়ে বিতর্ক

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Updated on: Mar 19, 2023 | 12:58 PM

Period: ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পিরিয়ড ও যৌনতা নিয়ে আলোচনা করা যাবে না। নয়া বিল পেশ ফ্লোরিডা হাউসে।

Period: ষষ্ঠ শ্রেণি পর্যন্ত আলোচনা করা যাবে না পিরিয়ড, যৌনতা নিয়ে, বিল নিয়ে বিতর্ক
প্রতীকী ছবি

ফ্লোরিডা: মেয়েদের পিরিয়ড (Period) ও যৌনতা (Human Sexulity) নিয়ে স্কুলে আলোচনা করা যাবে না? প্রথম থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্যই এই নিয়ম চালু হতে পারে। ফ্লোরিডা হাউসে এই সংক্রান্ত একটি বিল পেশ করেছেন রিপাবলিকান প্রার্থী স্ট্যান ম্যাকক্লেইন। আর এই বিল পাশ হলেই প্রথম থেকে ষষ্ঠ শ্রেণিতে পিরিয়ড ও যৌনতা নিয়ে কোনওরকম আলোচনা করা যাবে না। ম্যাকক্লেইন একটি কমিটি বৈঠকে নিশ্চিত করেছেন, এই গ্রেডে মাসিক নিয়ে আলোচনা নিষিদ্ধ করা হবে।

বর্তমানে স্কুলের পাঠ্যক্রমে সেক্স এডুকেশনকে একটি ভিন্ন বিষয় হিসেবে অন্তর্ভুক্তির কথা বলেন একাধিক শিক্ষাবিদরা। মনে করা হয় যৌনতা ঘটিত বিভিন্ন অপরাধ কমানোর জন্য এই বিষয়ে সচেতনতা বাড়ানোর খুব প্রয়োজন। আর তা ছোটোবেলা থেকেই শুরু হওয়া উচিত। কিন্তু এই পরিস্থিতিতে স্কুলে পিরিয়ড ও যৌনতার মতো বিষয়ে নিয়ে আলোচনা নিষিদ্ধ করা হলে সেই সচেতনতা প্রচার প্রশ্নের মুখে পড়ে। এই নিয়ে প্রশ্ন তুলেছেন এক ডেমোক্র্যাট সদস্যও।

অ্যাশলে গ্যান্ট প্রশ্ন করেছেন, “যদি কোনও ছাত্রীর চতুর্থ বা পঞ্চম শ্রেণিতে পিরিয়ড শুরু হয় তাহলে তারা কি এই বিষয়ে আলোচনা করতে পারবে না কারণ তারা ষষ্ঠ শ্রেণির মধ্যেই পড়ছে?” অ্য়াশলে নিজে স্কুলে পড়াতেন। তিনি দেখেছেন ১০ বছর বয়সেও মেয়েদের পিরিয়ড হতে পারে। তাই ম্যাকক্লেইনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ল্য়ান্ট। বিলের পৃষ্ঠপোষক ম্যাকক্লেইন ব্যাখ্যা করেছেন যে এর উদ্দেশ্য ফ্লোরিডার সমস্ত ৬৭ টি স্কুল জেলায় সেক্স এডুকেশনের মান উন্নত করা। এবং কোনও ছোটো সন্তান যাতে অনুপযুক্ত বিষয়ের সম্মুখীন না হয় সেই বিষয়ে তাঁদের অভিভাবকরা সরব হতে পারেন।

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla