Bill Gates: আগামী বছরই দাদু হতে চলেছেন বিল গেটস, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশেষ বার্তা ধনকুবেরের

আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য আবহাওয়ার বদল ঘটানো জরুরি বলে মনে করেন বিল গেটস।

Bill Gates: আগামী বছরই দাদু হতে চলেছেন বিল গেটস, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশেষ বার্তা ধনকুবেরের
বিল গেটস ও মেয়ে জেনিফার। ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম।

| Edited By: Sukla Bhattacharjee

Dec 22, 2022 | 5:43 AM

নিউ ইয়র্ক: আগামী বছরই দাদু হতে চলেছেন মাইক্রোসফ্ট প্রতিষ্ঠাতা বিল গেটস। আর এই খবর তাঁকে যেমন ‘আবেগপ্রবণ’ করে তুলেছে, তেমনই চিন্তিত করে তুলেছে। যেভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটছে, বিশ্বজুড়ে ‘গ্লোবাল ওয়ার্মিং’ শুরু হয়েছে, এটা নিয়ন্ত্রণ করা না হলে আগামী প্রজন্ম কী ভাবে এই বিশ্বে বাঁচবেন তা নিয়েই চিন্তিত ধনকুবের। তবে কেবল চিন্তার কথা প্রকাশ করেননি, কী ভাবে পৃথিবীকে আগামী প্রজন্মের বাসযোগ্য করে তোলা যায়, তার পথও দেখিয়েছেন বিল গেটস।

আগামী বছরই দাদু হতে চলেছেন ধনকুবের বিল গেটস। তাঁর বড় মেয়ে জেনিফার সম্ভবত নভেম্বরেই তাঁর গর্ভবতী হওয়ার কথা ঘোষণা করেছেন। খবরটি জানতে পেরেই নাতি-নাতনির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিল গেটস। তিনি দাদু হচ্ছেন, সে কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ব্লগও লিখেছেন। ‘আমাদের নাতির ভবিষ্যৎ প্রাপ্য’ শিরোনাম দিয়ে ব্লগে বিল গেটস লিখেছেন, “আমি আগামী বছর দাদু হতে চলেছি- অভাবনীয় খবরটা যখন আমার মেয়ে দিল, আমি নতুন চোখে বিশ্বকে দেখতে শুরু করলাম। আমি আগামী বছর দাদু হতে চলেছি- এই কথাটি আমাকে আবেগপ্রবণ করে তুলেছে এবং আমার কাজে নতুন দিশা দেখিয়েছে।” তিনি আরও লিখেছেন, “যখন আমি ভাবছি যে আমার নাতি-নাতনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে, তখন আমি সকলের সন্তান এবং নাতি-নাতনিদের বেঁচে থাকার এবং উন্নতি করার সুযোগ পেতে সাহায্য করার জন্য আগের চেয়ে আরও বেশি অনুপ্রাণিত হই।”

বর্তমান সময় তাঁর ভাবনার বদল ঘটিয়েছে জানিয়ে ৬৭ বছর বয়সি ধনকুবের লেখেন, “আমার বয়স যখন ২০-র কোটায় ছিল, ভাবতাম বৃহত্তর অর্থে এই পৃথিবীতে দাদু-ঠাকুমার কিছু দেওয়ার নেই। কিন্তু আজ বৃদ্ধ হয়ে বুঝছি, আমি ভুল ছিলাম।”

আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য আবহাওয়ার বদল ঘটানো জরুরি বলে মনে করেন বিল গেটস। ব্লগে তিনি লিখেছেন, “আমি দুটি বাক্যে জলবায়ু পরিবর্তনের সমাধান করতে পারি। প্রথমত, আমাদের ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন দূর করতে হবে। চরম আবহাওয়া ইতিমধ্যেই দুর্ভোগের কারণ হচ্ছে এবং যদি আমরা শূন্য গ্রিন হাউস গ্যাস নির্গমনে না যাই তাহলে আমাদের নাতি-নাতনিরা বড় হবে এমন একটি বিশ্বে যা প্রচণ্ড খারাপ।” তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আবহাওয়ার বদল ঘটাতে সকলকে একযোগে এগিয়ে আসার বার্তা দিয়েছেন বিল গেটস।