Swiss Bar Blast: চলছিল নাচ-গান, ‘নিউ-ইয়্যারের’ রাতে আচমকাই বিস্ফোরণ ভিড়ে ঠাসা পানশালায়
Swiss Bar Blast News: ইতিমধ্য়েই সুইৎজ়ারল্যান্ডের এই পানশালায় বিস্ফোরণের নানা ছবি-ভিডিয়ো (যার সত্যতা টিভি৯ বাংলা যাচাই করেনি) সমাজমাধ্য়মে ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, দাউদাউ করে জ্বলছে গোটা পানশালাটি। শোনা যাচ্ছে, মানুষের আর্তনাদ।

নয়াদিল্লি: নতুন বছর উদযাপনে মেতে ছিল সকলে। কিন্তু সেই আনন্দের মুহূর্তকে নিমেষে ঢেকে দিল দুঃখের ছায়া। দাউ দাউ করে জ্বলে উঠল পানশালা। মৃতের সংখ্যা নিয়ে তীব্র আশঙ্কা। ঘটনা সুইৎজ়ারল্যান্ডের ক্রান্স মন্টানা শহরের। বৃহস্পতিবার ভোরে সংবাদসংস্থা ‘এজেন্সে ফ্রান্সে প্রেসে’কে সুইৎজ়ারল্যান্ডের পুলিশের জানিয়েছে, ‘কোনও একটি অজ্ঞাত পানশালায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। মৃত্য়ুর সংখ্যা নিয়েও বিভ্রাট রয়েছে। কারণ, সেই মুহূর্তে ওই পানশালায় কয়েকশো মানুষ ছিলেন।’
তবে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই বিস্ফোরণের ঘটনা ক্রান্স মন্টানা শহরের ‘লে কনস্টেলেশন’ নামক একটি পানশালার। সুইৎজ়ারল্যান্ডের সময় অনুযায়ী, নতুন বছরের প্রথম দিন গভীর রাতে — প্রায় দেড়টা নাগাদ এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। তবে ঠিক কত জন মারা গিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। সুইৎজ়ারল্যান্ড পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘বিস্ফোরণের সময় ওই পানশালায় শতাধিক মানুষ ছিলেন। আমাদের ধারণা, মৃত এবং আহত হওয়া প্রত্যেকেই পর্যটক। তদন্ত এখনও চলছে। বিস্ফোরণের কারণ ঠাওর করা যায়নি।’
ইতিমধ্য়েই সুইৎজ়ারল্যান্ডের এই পানশালায় বিস্ফোরণের নানা ছবি-ভিডিয়ো (যার সত্যতা টিভি৯ বাংলা যাচাই করেনি) সমাজমাধ্য়মে ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, দাউদাউ করে জ্বলছে গোটা পানশালাটি। শোনা যাচ্ছে, মানুষের আর্তনাদ।
🇨🇭⚡ Several people were ki!!ed and others injured after an explosion tore through a bar in the luxury Alpine ski resort of Crans-Montana, Swiss police say.
A cantonal police spokesperson told AFP that the blast was of unknown origin while confirming multiple fatalities. pic.twitter.com/GGbEOvvKrk
— Osint World (@OsiOsint1) January 1, 2026
প্রসঙ্গত, ডিসেম্বরের গোড়ার দিকেই এই একই রকম ঘটনার সাক্ষী থেকেছিল গোয়া। সেখানে বাগা সমুদ্রসৈকতের কাছে আরাপোরায় জনপ্রিয় নৈশক্লাব বির্চে রাত ১২টার পর আচমকাই আগুন লেগে যায়। মৃত্য়ু হয় ২৫ জনের। যাদের মধ্য়ে চার জন ছিলেন পর্যটক এবং ১৪ জন ছিলেন ক্লাবের কর্মী। বাকি সাতজনের পরিচয় নিয়ে বিভ্রাট রয়েছে। এই ঘটনায় তদন্তে নেমে বিরাট তথ্য উদ্ঘাটন করে পুলিশ। নেই অগ্নিনির্বাপক ব্যবস্থা, ছিল না দমকলের ছাড়পত্র। তারপরেও দিনের পর দিন নির্দ্বিধায় চলেছে সেই ক্লাব।
