Purbo Medinipur: শুভেন্দুর কর্মসূচি থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের ওপর ‘হামলা’
Attacked On BJP: আব্বাস বেগের অভিযোগ, সন্ধ্যায় তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি থেকে বাড়ি ফেরার পথে দাউদপুরে তার গাড়ি থামিয়ে বেশ কয়েকটি বাইক নিয়ে তার উপর হামলা করা হয়। অভিযোগ করেন পূর্ব মেদিনীপুর জেলা জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম নিজে দাঁড়িয়ে থেকে তার উপর এই হামলা করেছেন।

পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে শুভেন্দুর কর্মসূচি থেকে ফেরার পথে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। থানার দ্বারস্থ বিজেপি নেতা। ভিত্তিহীন অভিযোগ বলছে তৃণমূল।শুভেন্দু অধিকারীর কর্মসূচি থেকে বাড়ি ফেরার পথে, বিজেপির সংখ্যালঘু সেলের নেতা আব্বাস বেগকে মারধরের অভিযোগ তৃণমূল নেতা শামসুল ইসলামের বিরুদ্ধে। আব্বাস বেগ ইতিমধ্যে নন্দীগ্রাম থানার দ্বারস্থ হয়েছেন।
আব্বাস বেগের অভিযোগ, সন্ধ্যায় তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি থেকে বাড়ি ফেরার পথে দাউদপুরে তার গাড়ি থামিয়ে বেশ কয়েকটি বাইক নিয়ে তার উপর হামলা করা হয়। অভিযোগ করেন পূর্ব মেদিনীপুর জেলা জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম নিজে দাঁড়িয়ে থেকে তার উপর এই হামলা করেছেন। এ বিষয়ে তিনি নন্দীগ্রাম থানা দারস্থ হয়েছেন। তার আরও অভিযোগ, এর আগে বেশ কয়েকবার শামসুল ইসলাম তার লোকজন নিয়ে তার উপর হামলা করেছে। আদালতের নির্দেশে তার পার্সোনাল সিকিউরিটির ব্যবস্থা করেছে আদালত।তার সিকিউরিটি সঙ্গে থাকা সত্ত্বেও তার ওপর এই হামলা।
যদিও সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেছেন পূর্ব মেদিনীপুর জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম। তিনি বলেন, “এরা সব মানসিক রোগে আক্রান্ত, ওদের মাথা খারাপ হয়ে গেছে, সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ করছে আব্বাস বেগ।”
