Bankura: শুনানিতে দেখাতে পারেননি নথি, বাড়িতে ফিরেই বৃদ্ধা দিলেন চরম খেসারত
SIR In WB: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের ভড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লেদারঘাট গ্রামের বছর ৬৫ র বাসিন্দা রহিমা বিবি স্বামীর মৃত্যুর পর থেকে গ্রামেই বসবাস করা নিজের মেয়ে ও জামাইয়ের কাছে থাকতেন। এসআইআর প্রক্রিয়া শুরু হলে অন্যান্যদের মতো রহিমা বিবিও গণনা ফর্ম পূরণ করে জমা দিয়েছিলেন।

বাঁকুড়া: হৃদরোগে মৃত্যু বৃদ্ধার। পরিবারের দাবি, এসআইআর-এর শুনানিতে নথি দেখাতে না পারার আতঙ্কেই মৃত্যু। ভোটার কার্ড, আধার কার্ড সবই আছে। কিন্তু গননা ফর্মে ২০০২ সালের ভোটার তালিকার তথ্য দিতে না পারায় এসআইআর-এর শুনানিতে ডাক পেয়েছিলেন। ২০০২ সালের নথি বা তথ্য না থাকায় উদ্বেগে দিন কাটছিল বৃদ্ধার অবশেষে শুনানির আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ওই বৃদ্ধার। পরিবারের দাবি, এসআইআর-এর শুনানি আতঙ্কেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের লেদার ঘাট গ্রামের। মৃতার নাম রহিমা বিবি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের ভড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লেদারঘাট গ্রামের বছর ৬৫ র বাসিন্দা রহিমা বিবি স্বামীর মৃত্যুর পর থেকে গ্রামেই বসবাস করা নিজের মেয়ে ও জামাইয়ের কাছে থাকতেন। এসআইআর প্রক্রিয়া শুরু হলে অন্যান্যদের মতো রহিমা বিবিও গণনা ফর্ম পূরণ করে জমা দিয়েছিলেন। কিন্তু সেই ফর্মে ২০০২ সালের কোনও তথ্য না দিতে পারায় রহিমা বিবিকে শুনানিতে ডেকে পাঠায় নির্বাচন কমিশন। আগামী ২ জানুয়ারি সেই শুনানি রয়েছে। এদিকে ২০০২ সালের আগে কোনও নথি না থাকায় রহিমা বিবিকে তাড়া করতে শুরু করে আতঙ্ক।
লোকমুখে ডিটেনশন ক্যাম্প বা পুশব্যাকের কথা শুনে আতঙ্ক আরও চেপে বসে তাঁর। সুরাহা খুঁজতে বারেবারে ছুটে যান স্থানীয় পঞ্চায়েত সদস্যর কাছে। সাধ্যমতো সাহায্যের আস্বাসও দেন পঞ্চায়েত সদস্য। কিন্তু তাতে আতঙ্ক কাটেনি বৃদ্ধার। গতকাল ওই বৃদ্ধা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বৃদ্ধার মৃত্যুর পর স্বাভাবিকভাবে তাঁর পরিবারের দাবি এস আই আর এর শুনানিতে নথি দেখাতে না পারার আতঙ্কেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
