West Bengal News Today Live: বর্ষবরণের দিন পরপর মৃত্যু, পরিবার বলছে SIR আতঙ্কে হার্ট অ্যাটাক
Breaking News in Bengali Live Updates: দীর্ঘদিন ধরে দলে সক্রিয় না থাকা দিলীপ ঘোষও শাহ দাওয়াই নড়েচড়ে বসেছেন। অপরদিকে, এসআইআর আবহে অভিষেক গিয়েছেন দিল্লিতে। মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে কী কী কথা হয়েছে তা জানিয়েছেন। ফলে নতুন বছর কেমন কাটে এখন সেইটাই দেখার।

LIVE NEWS & UPDATES
-
আবারও সক্রিয় দিলীপ ঘোষ?
- বেশ কয়েকটা মাস বিজেপির কোনও কর্মসূচিতে দেখা যায়নি বিজেপি নেতা দিলীপ ঘোষকে। সেই নিয়ে কম কাঁটাছেড়া হয়নি।
- এরপর বুধবার যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিলীপবাবু আলাদা ভাবে কথা বললেন, তখনই প্রশ্নটা উঠছিল তবে কি ফের ভোটের আগে আবার সক্রিয় হচ্ছেন তিনি? উত্তরটা হয়ত মিলবে আজ।
- কারণ, আজ তিনি আসতে পারেন সল্টলেকের দলীয় পার্টি অফিসে। গতকাল অমিত শাহের বৈঠকে ডাক পাওয়ার পর আলাদা করে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক হয় দিলীপের।
-
SIR আতঙ্কে বাঁকুড়ায় মৃত্যু বৃদ্ধার
ভোটার কার্ড, আধার কার্ড সবই আছে। কিন্তু গণনা ফর্মে ২০০২ সালের ভোটার তালিকার তথ্য দিতে না পারায় এসআইআর এর শুনানিতে ডাক পেয়েছিলেন। ২০০২ সালের নথি বা তথ্য না থাকায় উদ্বেগে দিন কাটছিল বৃদ্ধার মবশেষে শুনানির আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ওই বৃদ্ধার। পরিবারের দাবি এসআইআর-এর শুনানি আতঙ্কেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের লেদার ঘাট গ্রামের। মৃতার নাম রহিমা বিবি।
-
নতুন বছরকে স্বাগত জানিয়েছে বাঙালি। চুটিয়ে হয়েছে হইহুল্লোড়। তবে এ বছরই মহারণ। বাংলা দখল করবে কে? সেই লড়াইয়ে নেমেছে রাজনৈতিক দলগুলি। গতকাল অমিত শাহ পরিষ্কার বলে গিয়েছেন একজোট হয়ে মিলেমিশে কাজ করতে হবে। সেই মতো ঝাঁপিয়ে পড়েছেন বিজেপি নেতারা। দীর্ঘদিন ধরে দলে সক্রিয় না থাকা দিলীপ ঘোষও শাহ দাওয়াই নড়েচড়ে বসেছেন। অপরদিকে, এসআইআর আবহে অভিষেক গিয়েছেন দিল্লিতে। মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে কী কী কথা হয়েছে তা জানিয়েছেন। ফলে নতুন বছর কেমন কাটে এখন সেইটাই দেখার।
Published On - Jan 01,2026 10:55 AM
