Bangladesh: ইউনূসের আগে তাঁর প্রাণভোমরাকে ‘টার্গেট’ করল খালেদা জিয়ার দল, খেলা শেষের বাঁশি বাজতে আর কতক্ষণ?

Bangladesh News: এদিন দুপুরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে দলের যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি করেন।

Bangladesh: ইউনূসের আগে তাঁর প্রাণভোমরাকে টার্গেট করল খালেদা জিয়ার দল, খেলা শেষের বাঁশি বাজতে আর কতক্ষণ?
প্র্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

May 23, 2025 | 1:36 PM

ঢাকা: শুধুই ইউনূসই নয়। এবার বাংলাদেশে পদত্যাগের ‘জ্বালায়’ পড়ল প্রধান উপদেষ্টার কাছের লোকও। সম্প্রতি, রাখাইনে হওয়া আরাকান সমস্যার কথা মাথায় রেখে বাংলাদেশে নিরপত্তা উপদেষ্টার পদ তৈরি করে, তার মাথায় বসানো হয়েছিল অর্থনীতিবীদ খলিলুর রহমানকে।

বৃহস্পতিবার, নাহিদ ইসলাম ইউনূসের পদত্যাগের প্রসঙ্গ তুলতেই, নিরাপত্তা উপদেষ্টার আসন ফাঁকা করতে আসরে নামল সেদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। এদিন দুপুরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে দলের যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি করেন।

তাঁর কথায়, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পর্কে নিরাপত্তা উপদেষ্টার মন্তব্য গণতন্ত্রের স্থায়ী নিরাপত্তা ও ঐতিহাসিক স্বার্থকতাকে বিদ্বেষমূলক করে তোলে। এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি, আমি অন্তবর্তী সরকারের প্রধানকে জানাতে চাই, এই ধরনের বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে রাখলে তা সরকারের জন্য স্বাস্থ্যকর নয়। অবিলম্বে তাঁর পদত্যাগের দাবি করছি।’

কিন্তু কী এমন মন্তব্য করেছিলেন এই নিরাপত্তা উপদেষ্টা? বাংলাদেশের নানা সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তারেক প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, ‘কেবলমাত্র আমেরিকায় থাকি বলে যদি আমাকে বিদেশি নাগরিক বলা হয়, তাহলে তারেক রহমানকেও একই কথা বলতে হবে। আমাকে ঢিল ছুড়লে, অন্যদের দিকেও তা পড়বে।’ উল্লেখ্য, সেই সাংবাদিক বৈঠক থেকে খলিলুরের ‘ব্যক্তিগত অ্যাজেন্ডা’ রয়েছে বলে অভিযোগ তোলেন রিজভি। তাঁর কথায়, ‘কিছু কিছু উপদেষ্টা মনে হচ্ছে নিরপেক্ষতার আড়ালে কোনও নির্দিষ্ট অভিসন্ধি নিয়ে কাজ করছেন। বিশেষ করে খলিলুর রহমান। তাঁর কথা-বার্তায় তো এমনটাই প্রকাশ পায়।’