Muhammad Yunus: যমুনায় যাচ্ছেন বিএনপি-জামাত নেতারা, আজই ফয়সালা হয়ে যাবে ইউনূসের?

Bangladesh: আজ বিকেল ৪টে নাগাদ ইউনূসের বাসভবন যমুনায় সাক্ষাৎ করতে আসবেন বিএনপি নেতারা। সন্ধ্যা ৬টায় দেখা করতে আসবেন জামাতের প্রতিনিধি।

Muhammad Yunus: যমুনায় যাচ্ছেন বিএনপি-জামাত নেতারা, আজই ফয়সালা হয়ে যাবে ইউনূসের?
মহম্মদ ইউনূস।Image Credit source: PTI

|

May 24, 2025 | 11:55 AM

ঢাকা: বাংলাদেশ জুড়ে জোর জল্পনা। প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিতে পারেন মহম্মদ ইউনূস। আবার  টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দাবি করেছেন যে তিনি ইস্তফা দেবেন না। কিছুক্ষণ পর নিজেই আবার দাবি করেছেন যে এটা তার ব্যক্তিগত মতামত। আদৌ ইউনূস থাকবেন নাকি ইস্তফা দেবেন, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। এরই মধ্যে আজ মহম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেব বিএনপি ও জামাত নেতারা।

বাংলাদেশের সংবাদপত্র আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, আজ বিকেল ৪টে নাগাদ ইউনূসের বাসভবন যমুনায় সাক্ষাৎ করতে আসবেন বিএনপি নেতারা। সন্ধ্যা ৬টায় দেখা করতে আসবেন জামাতের প্রতিনিধি।

সূত্রের খবর, আজ শনিবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক হওয়ার কথা। ওই বৈঠক শেষে ইউনূস পরিষদের সদস্যদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়েও বিশেষ বৈঠক করবেন।

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই দোলাচলে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের রাজনৈতিক দলগুলি নির্বাচনের দাবিতে সুর চড়াচ্ছে। সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও ডিসেম্বরের মধ্যে নির্বাচন করানোর কথা বলেছেন। এরপরই শোনা যায়, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও বৃহস্পতিবার রাতে দেখা করে এই কথাই জানান। গতকাল সারাদিন এই নিয়েই বাংলাদেশ তোলপাড় ছিল যে মহম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার পদ ছাড়বেন কি না।