AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Update: ঢাকায় ঢুকছে বাইরের ভোটার! তিন দফা দাবিতে রাস্তা দখল ছাত্রদলের

Bangladesh Protest News: রাতের দিকে কর্মসূচি সাময়িক স্থগিতের আগে ছাত্রদল বা বিএনপির এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেন, একই ইস্যুতে সোমবারও নিজেদের বিক্ষোভ জারি রাখা হবে। এরপর সোমবার সকাল থেকেই আবার পথে নামেন ছাত্রনেতারা। সরাসরি পৌঁছে যান ঢাকায় স্থিতু নির্বাচন কমিশনের দফতরে। চলে ঘেরাও কর্মসূচি।

Bangladesh Update: ঢাকায় ঢুকছে বাইরের ভোটার! তিন দফা দাবিতে রাস্তা দখল ছাত্রদলের
প্রতীকী ছবিImage Credit: সংগৃহিত (Social Media)
| Updated on: Jan 19, 2026 | 2:09 PM
Share

ঢাকা: বাংলাদেশে ফের রাস্তার দখল নিল ছাত্রদল। দু’দিন ধরে চলছে আন্দোলন। এবার নিশানায় নির্বাচন কমিশন। রবিবারের পর সোমবারও তিন দাবি-সহ বাংলাদেশের নির্বাচন কমিশনের সদর দফতর ঘেরাও করে ছাত্রদলের নেতা-কর্মীরা। দাবি না-মানা পর্যন্ত এই কর্মসূচি জারি থাকবে বলেই জানিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, রবিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের দফতরের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা অবস্থান বিক্ষোভ করেন। রাতের দিকে কর্মসূচি সাময়িক স্থগিতের আগে ছাত্রদল বা বিএনপির এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেন, একই ইস্যুতে সোমবারও নিজেদের বিক্ষোভ জারি রাখা হবে। এরপর সোমবার সকাল থেকেই আবার পথে নামেন ছাত্রনেতারা। সরাসরি পৌঁছে যান ঢাকায় স্থিতু নির্বাচন কমিশনের দফতরে। চলে ঘেরাও কর্মসূচি।

তিন দফা দাবি

  • পোস্টার ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় তৈরি করে।
  • বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল এবং যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে কমিশন, যা তাদের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নের মুখে ফেলেছে।
  • বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনি সংকেত।

ভোটের আগে নতুন করে পারদ চড়ছে বাংলাদেশে। আগামী ১২ ফেব্রুয়ারি পদ্মাপাড়ে সাধারণ নির্বাচন। তার আগেই ভোটারদের উপর প্রভাব ও চাপ তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। যদিও ছাত্রদলের আন্দোলন, সংশ্লিষ্ট সংগঠনের সিদ্ধান্ত বলেই মত তারেক রহমানের দলের শীর্ষ নেতাদের।

এই আবহেই গত বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের গিয়ে কমিশনারের সঙ্গে দেখা করে। পরবর্তীতে মির্জা ফখরুল আলমগীর বলেন, ‘একটি রাজনৈতিক দল তাঁদের প্রার্থী জেতাতে অনৈতিক পথ অবলম্বন করছে। ব্যাপক হারে দেশের বিভিন্ন এলাকা থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকায় ভোটার হিসাবে অন্তর্ভুক্ত করছে।’