
ঢাকা: বাংলাদেশে ফের রাস্তার দখল নিল ছাত্রদল। দু’দিন ধরে চলছে আন্দোলন। এবার নিশানায় নির্বাচন কমিশন। রবিবারের পর সোমবারও তিন দাবি-সহ বাংলাদেশের নির্বাচন কমিশনের সদর দফতর ঘেরাও করে ছাত্রদলের নেতা-কর্মীরা। দাবি না-মানা পর্যন্ত এই কর্মসূচি জারি থাকবে বলেই জানিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, রবিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের দফতরের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা অবস্থান বিক্ষোভ করেন। রাতের দিকে কর্মসূচি সাময়িক স্থগিতের আগে ছাত্রদল বা বিএনপির এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেন, একই ইস্যুতে সোমবারও নিজেদের বিক্ষোভ জারি রাখা হবে। এরপর সোমবার সকাল থেকেই আবার পথে নামেন ছাত্রনেতারা। সরাসরি পৌঁছে যান ঢাকায় স্থিতু নির্বাচন কমিশনের দফতরে। চলে ঘেরাও কর্মসূচি।
ভোটের আগে নতুন করে পারদ চড়ছে বাংলাদেশে। আগামী ১২ ফেব্রুয়ারি পদ্মাপাড়ে সাধারণ নির্বাচন। তার আগেই ভোটারদের উপর প্রভাব ও চাপ তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। যদিও ছাত্রদলের আন্দোলন, সংশ্লিষ্ট সংগঠনের সিদ্ধান্ত বলেই মত তারেক রহমানের দলের শীর্ষ নেতাদের।
এই আবহেই গত বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের গিয়ে কমিশনারের সঙ্গে দেখা করে। পরবর্তীতে মির্জা ফখরুল আলমগীর বলেন, ‘একটি রাজনৈতিক দল তাঁদের প্রার্থী জেতাতে অনৈতিক পথ অবলম্বন করছে। ব্যাপক হারে দেশের বিভিন্ন এলাকা থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকায় ভোটার হিসাবে অন্তর্ভুক্ত করছে।’