Bangladesh: বিদেশ সচিবের সফরের আগেই ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ডাক বিএনপির

Bangladesh Unrest: আজ, ৮ ডিসেম্বর বিএনপির নেতৃত্বে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ভারতীয় দূতাবাস পর্যন্ত প্রতিবাদী পদযাত্রার ডাক দেওয়া হয়েছে। হাইকমিশন ঘেরাও করার কথাও বলা হয়েছে।

Bangladesh: বিদেশ সচিবের সফরের আগেই ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ডাক বিএনপির
মিছিলের ডাক BNP-র।Image Credit source: PTI & X
Follow Us:
| Updated on: Dec 08, 2024 | 8:06 AM

ঢাকা: বাংলাদেশে দিন-প্রতিদিন নির্যাতনের শিকার হিন্দু ও সংখ্যালঘুরা। যদিও সেই অভিযোগকে বিশেষ আমল দিতে নারাজ ইউনূস সরকার। বৈঠকেও তাঁর মুখে শোনা গিয়েছে কেবল ‘ফাঁপা’ বুলি। উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তার আগেই আজ, রবিবার ভারতের হাইকমিশন ঘেরাওয়ের ডাক বিএনপির।

যে বাংলাদেশের দুঃসময়ে বরাবর পাশে থেকেছে ভারত, তা সে মুক্তিযুদ্ধই হোক বা কোভিডকালে ভ্যাকসিন দিয়ে সাহায্য, কিংবা বিভিন্ন ভারতীয় পণ্য দিয়ে সহায়তা। সেই ভারতের বিরুদ্ধেই সুর চড়াচ্ছে বাংলাদেশি রাজনৈতিক দল বিএনপি। বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ডাক বিএনপির।

আজ, ৮ ডিসেম্বর বিএনপির নেতৃত্বে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ভারতীয় দূতাবাস পর্যন্ত প্রতিবাদী পদযাত্রার ডাক দেওয়া হয়েছে। হাইকমিশন ঘেরাও করার কথাও বলা হয়েছে। জানা গিয়েছে, আজ সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হবে।

বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর প্রতিবাদে এই পদযাত্রার ডাক দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদেই ত্রিপুরায় বিক্ষোভের সময় বাংলাদেশি সহকারি হাইকমিশনে অশান্তি হয়। সঙ্গে সঙ্গেই এই ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তিন যুবককে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু বাংলাদেশের তরফে এমন কোনও পদক্ষেপের খবরই মেলেনি। ভারতের পতাকারই অবমাননা করা হয়েছে আগে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে ভারতের জাতীয় পতাকা মাড়িয়ে ঢুকতে দেখা গিয়েছে শিক্ষার্থীদের। প্রশ্ন ওঠেই, সেই অপমান কী?