Bangladesh Update: ১৭ বছর পর ফিরছেন তারেক, আগের রাতেই কেঁপে উঠল ঢাকা! মৃত ১

Bangladesh Blast: বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ কেঁপে উঠল ঢাকার নিউ ইস্কাটনে অবস্থিত একটি গির্জা সংলগ্ন এলাকা। ফ্লাইওভার থেকে পরপর ছোঁড়া হল বোমা। তাতেই ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। সময় টিভির প্রতিবেদন অনুযায়ী, বড় দিনের আগে, বিশেষ করে তারেক রহমানের দেশের ফেরার আগের দিন এমন ঘটনা ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ পরিস্থিতি।

Bangladesh Update: ১৭ বছর পর ফিরছেন তারেক, আগের রাতেই কেঁপে উঠল ঢাকা! মৃত ১
বাংলাদেশে নতুন অশান্তি?

|

Dec 24, 2025 | 9:31 PM

ঢাকা: বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্য়ান তারেক রহমানের। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা একটা নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন একাংশ। তার আগেই উত্তপ্ত ঢাকা। পরপর পড়ল বোমা। মৃত্যু হল এক জনের।

বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ কেঁপে উঠল ঢাকার নিউ ইস্কাটনে অবস্থিত একটি গির্জা সংলগ্ন এলাকা। ফ্লাইওভার থেকে পরপর ছোঁড়া হল বোমা। তাতেই ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। সময় টিভির প্রতিবেদন অনুযায়ী, বড় দিনের আগে, বিশেষ করে তারেক রহমানের দেশের ফেরার আগের দিন এমন ঘটনা ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ পরিস্থিতি। বোমার আঘাতে মৃত্যু হয়েছে এক যুবকের।

নিহত যুবকের নাম সিয়াম। তিনি ওই এলাকাতেই চা খেতে গিয়েছিলেন। উড়ালপুলের উপর থেকে তাঁর মাথায় সরাসরি বোমাটি এসে পড়ে। তারপর ঘটনাস্থলেই মৃত্যু।

এদিন ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের ডেপুটি কমিশনাল মহম্মদ মাসুদ আলম বলেন, ‘মগবাজারের উড়ালপুল থেকে ককটেল বোমা মারা হয়েছে। এর আগেও কিছু দুষ্কৃতী এই উড়ালপুলটি ব্য়বহার করেছিলেন। ককটেল বোমায় ক্ষতির সম্ভবনা কম থাকে। কিন্তু নিহত যুবকের সরাসরি মাথায় বিস্ফোরণ ঘটায়, এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে।’ ইতিমধ্য়েই তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তদের তল্লাশি চলছে বলেই জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, ১৭ বছর বাংলাদেশে ফিরতে চলেছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ঠিক তার আগেই এমন কাণ্ড মোটেই সহজ চোখে দেখছেন না একাংশ। বাংলাদেশে তারেকে ফেরা কোথাও গিয়ে আগামীর নির্বাচনে বিএনপি-র জন্য একটা বড় ডিভিডেন্ডের জায়গা তৈরি করবে। কেউ যেন তা চান না, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।