Bomb Cyclone: বোমা সাইক্লোনে বিধ্বস্ত ক্যালিফোর্নিয়া,অন্ধকারে ডুবল শহর, মৃত অন্তত ২

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jan 06, 2023 | 11:53 PM

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতরের আধিকারিক ওয়ারেন ব্লিয়ার জানান, বৃহস্পতিবার ঝড়ের যে গতিবেগ ছিল, তা তাঁর ২৫ বছরের কর্মজীবনে রেকর্ড। বোমা সাইক্লোনে ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি জানান, তাঁর বেডরুমের সিলিংয়ে একটি বড় গর্ত হয়ে দিয়েছে।

Bomb Cyclone: বোমা সাইক্লোনে বিধ্বস্ত ক্যালিফোর্নিয়া,অন্ধকারে ডুবল শহর, মৃত অন্তত ২
বোমা সাইক্লোনে বিধ্বস্ত ক্যালিফোর্নিয়া। ছবি সৌজন্য: এপি

Follow Us

ক্যালিফোর্নিয়া: নতুন বছরেও রেয়াত নেই! ফের বোমা সাইক্লোন শুরু হয়েছে ক্যালিফোর্নিয়া সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলে। এবার বোমা সাইক্লোনে কেবল ক্যালিফোর্নিয়ায় ২ জনের মৃত্যুও হয়েছে। এছাড়া অনেক গাছ ভেঙে পড়েছে, বহু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকায়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বোমা সাইক্লোনে বিধ্বস্ত ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চল। বোমা সাইক্লোনের জেরে একটি বাড়ির উপর গাছ ভেঙে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শহরের ঘর ও অফিস মিলিয়ে কমপক্ষে ১ লক্ষ ৮০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকাগুলি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইওয়ে ভেঙে পড়েছে।

বোমা সাইক্লোন কী?
বোমা সাইক্লোন আদতে তীব্র ঠান্ডা ও শুষ্ক ঝড়। ঝড়ের তীব্রতা এতটাই বেশি থাকে এবং বাতাস এতটাই ঠান্ডা থাকে যেটা একেবারেই সহনীয় নয়। যেখান দিয়ে এই ঝড় বয়ে যায়, সেই এলাকা গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। এছাড়া তাপমাত্রাও নেমে যায় মাইনাসের অনেকটা নীচে। বাতাসে অত্যধিক নিম্নচাপের ফলেই এটা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতরের আধিকারিক ওয়ারেন ব্লিয়ার জানান, বৃহস্পতিবার ঝড়ের যে গতিবেগ ছিল, তা তাঁর ২৫ বছরের কর্মজীবনে রেকর্ড। বোমা সাইক্লোনে ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি জানান, তাঁর বেডরুমের সিলিংয়ে একটি বড় গর্ত হয়ে দিয়েছে। রান্নাঘরে কিছু অবশিষ্ট নেই। সবকিছু ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, গত বছরের শেষে, বড়দিনের মরশুমে নিউ ইয়র্ক সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা বোমা সাইক্লোনের কবলে পড়ে। বহু ঘর-বাড়ি, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। দিন কয়েক একেবারে অন্ধকারে ডুবে যায় নিউ ইয়র্ক শহর। সেই সময় শহরের তাপমাত্রা নেমে যায় মাইনাস ৪০ ডিগ্রির আশপাশে। ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুও হয়।

Next Article