ফ্লোরিডা: আমেরিকার ফ্লোরিডায় (Florida) একপ্রকার উদবাস্তুর মতোই দিন কাটাচ্ছেন ব্রাজিলের (Brazil) প্রাক্তন প্রেসিডেন্ট জেইর বোলসোনারো (Jair Bolsenaro)। ফ্লোরিডায় একটি ছোট্ট শহরে আস্তানা গেড়েছেন বলে জানা গিয়েছে। বোলসোনারোর ক্ষমতা ও রাজনীতি আসলে একটি আলোচনার আকর্ষণীয় বিষয়। বর্তমানে তাঁর সেই আখ্যান ব্রাজিলের প্রেসিডেন্ট প্যালেস থেকে ফ্লোরিডার কেএফসিতে পৌঁছে গিয়েছে। কারণ ফ্লোরিডার কেএফসিতে তাঁকে ফাস্ট ফুডে ডুব দিতে দেখা গিয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালের ডিসেম্বরে আমেরিকায় পালিয়ে যান ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বোলসোনারো। সেখানে হাসপাতালে তাঁর ভর্তি হওয়ার কথাও জানা গিয়েছিল। এদিকে তিনি ব্রাজিল ছেড়ে যাওয়ার কয়েকদিনের মধ্যে তাঁর সমর্থনকারীরা রাজধানী ব্রাসিলিয়ায় সরকারি দফতর, প্রেসিডেন্টের ভবন, সুপ্রিম কোর্টে ঢুকে পড়েন এবং বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে নিতে পারেনি বোলসোনারোর সমর্থকরা। লুলাকে প্রেসিডেন্ট পদ থেকে উৎখাত করতেই এই বিক্ষোভ তাঁরা করেছিলেন বলে জানা যায় সেই সময়। তবে এই ঘটনার সম্পূর্ণ দায় নিজের কাঁধ থেকে ঝেরে ফেলেছিলেন তিনি।
বর্তমানে কোথায় বোলসোনারো?
সাম্প্রতিক নির্বাচনের পরই প্রেসিডেন্ট প্যালেস হাতছাড়া হয়েছে। এই বিলাসবহুল ঠিকানা বদলে বর্তমান আস্থানা ফ্লোরিডার একটি ছোট্ট শহরে ডিসনি ওয়ার্ল্ড রিসর্টের কাছে। আমেরিকায় এসে বসবাস শুরু করার পর প্রথম ছয় সপ্তাহ খুব সাধারণ জীবনযাপনই ছিল তাঁর। সেখানে প্রাক্তন মার্শাল আর্টস চ্যাম্পিয়ন জোস আলডোর ওরল্যান্ডোর বাড়িতেই ছিলেন তিনি। স্থানীয় সুপার মার্কেটে যেতেন মাঝে মাঝে এবং সেখানে কেএফসি তে তাঁকে ফ্রায়েড চিকেন খেতে দেখা গিয়েছে তাঁকে।
এরপর বোলসোনারোর জন্য কী অপেক্ষা করছে?
আপাতত অনিশ্চিত ভবিষ্যতের দিকেই এগিয়ে যাচ্ছেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট। সম্প্রতি জানুয়ারির শেষের দিকে ব্রাজিলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। যদিও সম্প্রতি বোলসোনারো এ সপ্তাহের শুরুতে আমেরিকায় আরও ছয় মাস থাকার জন্য নতুন ভিসার জন্য আবেদন করেছেন।
তার এক ছেলে সিনেটর ফ্লাভিও বোলসোনারো গত সপ্তাহে বলেছিলেন, প্রাক্তন প্রেসিডেন্টের ফেরার কোনও তারিখ নেই। তিনি সাংবাদিকদের বলেন, “আগামিকাল অথবা আজ থেকে ছয় মাস পরে হতে পারে, অথবা তিনি আর কখনও ফিরে আসতে নাও পারেন।” এদিকে গত মঙ্গলবার ওরলান্ডোর একটি রেস্তোরাঁয় বোলসোনারো ব্রাজিলের রাজনীতিতে সক্রিয় থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদিও এর বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।