BSF on Pakistan: শুধু সেনা নয়, এবার পাকিস্তানিকে গুলিতে ঝাঁঝরা করল BSF

BSF: আধা সেনার গুলিতে মৃত্যু হয়েছে তার। বিএসএফ সূত্রে খবর, ওই ব্যক্তি লুকিয়ে-লুকিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। তখনই গুলি চালায় জওয়ানরা।

BSF on Pakistan: শুধু সেনা নয়, এবার পাকিস্তানিকে গুলিতে ঝাঁঝরা করল BSF
বিএসএফ জওয়ানImage Credit source: TV 9 Bangla

May 08, 2025 | 2:16 PM

পঞ্জাব: পাকিস্তানকে জবাব দিতে ভারতীয় সেনা তো ময়দানে রয়েছে। তবে সীমান্তেও সদা-সর্বদা কড়া নজর রেখেছে বিএসএফ (BSF)। আর এরই মধ্যে জানা যাচ্ছে, এক পাক অনুপ্রবেশকারীকে গুলি করেছে বিএসএফ। আধা সেনার গুলিতে মৃত্যু হয়েছে তার। বিএসএফ সূত্রে খবর, ওই ব্যক্তি লুকিয়ে-লুকিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। তখনই গুলি চালায় জওয়ানরা।

ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে। বিএসএফ সূত্রে খবর, আন্তর্জাতিক সীমান্তে এক অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে আধা সেনার জওয়ানরা। ওই ব্যক্তি এগিয়ে থাকেন কাঁটাতারের বেড়ার দিকে। বারবার বিএসএফ বারণ করে তাকে। কিন্তু কানে কথা যায়নি। সব নিষেধ উপেক্ষা করেই তিনি এগিয়ে আসেন। এরপরই একপ্রকার বাধ্য হয়ে আধা সেনা গুলি চালায়। তখনই নিহত হয় ওই ব্যক্তি।

বিএসএফ জানিয়েছে, রাত আড়াইটে নাগাদ অন্ধকারের সুযোগ নিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল ওই পাকিস্তানি নাগরিক। সেইটাই নজরে পড়ে আধা সেনার। তখনই গুলি করতে বাধ্য হন তারা। প্রসঙ্গত, চোরের মতো লুকিয়ে-লুকিয়ে দেশের অন্দরে এই একইভাবে প্রবেশের চেষ্টা করে ভারত-বাংলাদেশ সীমান্তে থাকা একাংশ বাংলাদেশি পাচারকারিরা। তখনও যোগ্য জবাব দেয় বিএসএফ। বারণের পরও যদি কোনও অনুপ্রবেশকারী ভিতরে প্রবেশ করে তখন তাদের বুঝিয়ে দেয় আধা সেনা। ঠিক একই ভাবে পঞ্জাব সীমান্তে অনুপ্রবেশ রুখল বিএসএফ।