BTS: একটা ছবি পোস্ট হতেই নেটপাড়ায় হইচই, সেনাবাহিনীতে গিয়ে কী হল BTS-র সদস্যদের?

BTS Members: বিশ্ব কাপাচ্ছে বিটিএস। বিগত কয়েক বছরে শীর্ষে পৌঁছেছে দক্ষিণ কোরিয়ার বয় ব্যান্ডের জনপ্রিয়তা। শুধু কোরিয়ার মধ্যেই তাঁদের জনপ্রিয়তা সীমাবদ্ধ নয়, গোটা বিশ্বেই তারা বিপুলভাবে সমাদৃত। কার্যত বিটিএসের এই সাত সদস্যের দৌলতেই বিশ্ব আঙিনায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে কে-পপ মিউজিক। তাদের যে কয়েক কোটি ফ্যান রয়েছে, তাদের পোশাকি নাম 'আর্মি'।

BTS: একটা ছবি পোস্ট হতেই নেটপাড়ায় হইচই, সেনাবাহিনীতে গিয়ে কী হল BTS-র সদস্যদের?
BTS-র সাত সদস্য।Image Credit source: Facebook

|

Jan 17, 2024 | 1:10 PM

সিওল: হাজারো মন খারাপের মাঝে খুশির ঝলক। দারুণ খুশি ‘আর্মি’ (ARMY)-রা। কারণ দীর্ঘ বিরতির পর দেখা মিলল বিটিএসের (BTS) সদস্যদের। পাঁচ সপ্তাহের ট্রেনিং শেষ হওয়ার পর বিটিএসের দুই সদস্য আরএম ও ভি-র ছবি প্রকাশ্যে এল। দুইজনকেই দেখা গিয়েছে সেনার পোশাকে। এই ছবি নিজেই পোস্ট করেছেন বিটিএসের গ্রুপ লিডার কিম নামজুন (Kim Namjoon) ওরফে আরএম (RM)। তাঁর সঙ্গে দেখা গিয়েছে গ্রুপের আরেক সদস্য কিম তেইহুং ওরফে ভি (V)-কে। এই ছবি দেখতে পেয়েই উৎফুল্ল বিটিএসের ফ্যানরা।

বিশ্ব কাপাচ্ছে বিটিএস। বিগত কয়েক বছরে শীর্ষে পৌঁছেছে দক্ষিণ কোরিয়ার বয় ব্যান্ডের জনপ্রিয়তা। শুধু কোরিয়ার মধ্যেই তাঁদের জনপ্রিয়তা সীমাবদ্ধ নয়, গোটা বিশ্বেই তারা বিপুলভাবে সমাদৃত। কার্যত বিটিএসের এই সাত সদস্যের দৌলতেই বিশ্ব আঙিনায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে কে-পপ মিউজিক। তাদের যে কয়েক কোটি ফ্যান রয়েছে, তাদের পোশাকি নাম ‘আর্মি’।

তবে ডিসেম্বর মাস থেকেই মন খারাপ ছিল ‘আর্মি’দের। কারণ বিটিএসের সাত সদস্যই সেনাবাহিনীতে গিয়েছেন। না না, গানের কেরিয়ারে ইতি টানেননি এরা কেউ। দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী তারা সকলেই বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে পরিষেবা দিচ্ছেন।  ২০২২ সালেই বিটিএসের দুই সদস্য জিন ও জে-হোপ সেনাবাহিনীতে নাম লেখান। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে সেনাবাহিনীতে যান বিটিএসের আরেক সদস্য মিন ইয়ুংগি ওরফে সুগা-ও। বাকি ছিল চার সদস্য, কিম নামজুন, জিমিন, ভি ও জাঙ্কুক। ডিসেম্বর মাসে তাঁরাও সেনায় যোগ দেন।

মঙ্গলবার বিটিএসের সদস্য আরএম ইন্সটাগ্রামে পোস্ট করেন কয়েকটি ছবি। চুলে ক্রু কাট, সেনার পোশাকে দেখা গিয়েছে তাঁকে। সঙ্গে ছিল ভি-ও। ছবিতে স্যালুট করতে দেখা যায় তাঁদের। ছবির ক্যাপশনে বিটিএসের গ্রুপ লিডার লিখেছেন, ছবির ক্যাপশনে কোরিয়ান ভাষায় লেখা “লয়ালিটি” বা আনুগত্য।

বিগহিট মিউজিকের তরফেও বিবৃতি জারি করে বলা হয়েছে, “বিটিএসের সদস্য আরএম, জিমিন, ভি ও জাঙ্কুক সেনাবাহিনীতে যাওয়ার পর থেকে আপনারা সকলে যে সমর্থন দেখিয়েছেন, তার জন্য় ধন্যবাদ। শীঘ্রই ওঁরা ট্রেনিং ক্যাম্পে নিজেদের দায়িত্ব পালন করবে।”
জানা গিয়েছে, পাঁচ সপ্তাহের বেসিক আর্মি ট্রেনিং শেষ হয়েছে আরএম ও ভি-র। এবার তাঁরা সেনার বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা দেবেন।

দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী, ১৮ থেকে ২৮ বছর বয়সী সমস্ত সুস্থ সবল যুবককেই বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে পরিষেবা দিতে হয়।