Buddha Boy: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত ধর্মগুরু ‘বুদ্ধ বয়’

বেশ কয়েক বছর আগে থেকেই তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন একাধিক জন। এর মধ্যে তাঁর অনেক মহিলা ভক্তও রয়েছেন। বেশ ‘কয়েক বছর পলাতক’ থাকার পর তাঁকে গ্রেফতার করল পুলিশ। ধর্ষণের অভিযোগ ধৃত ধর্মগুরুর নাম রাম বাহাদুর বমজান। তিনি ‘বুদ্ধ বয়’ নামেই বিখ্যাত।

Buddha Boy: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত ধর্মগুরু ‘বুদ্ধ বয়’
বুদ্ধ বয়
Follow Us:
| Updated on: Jan 10, 2024 | 10:06 PM

কাঠমান্ডু: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক ধর্মীয় গুরুকে গ্রেফতার করল পুলিশ। বেশ কয়েক বছর আগে থেকেই তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন একাধিক জন। এর মধ্যে তাঁর অনেক মহিলা ভক্তও রয়েছেন। বেশ ‘কয়েক বছর পলাতক’ থাকার পর তাঁকে গ্রেফতার করল পুলিশ। ধর্ষণের অভিযোগ ধৃত ধর্মগুরুর নাম রাম বাহাদুর বমজান। তিনি ‘বুদ্ধ বয়’ নামেই বিখ্যাত। ভক্তরা তাঁকে বুদ্ধের অবতার বলে মনে করতেন। কমবয়সিদের মধ্যেও বুদ্ধ বয়ের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ৩৩ বছরের এই ধর্মগুরু দীর্ঘদিন জল, খাবার না খেয়ে না ঘুমিয়ে ধ্যান করতে পারতেন। কিন্তু ধর্ষণের অভিযোগ ওঠার পর অবশেষে নেপাল পুলিশের জালে তিনি।

বুদ্ধ বয়কে সম্প্রতি কাঠমান্ডু থেকে গ্রেফতার করেছে নেপাল পুলিশ। সারলাহি আশ্রমে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তাঁর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়। ২০১০ সালেই তাঁর বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল। তখন তিনি বলেছিলেন, তাঁর ধ্যানে বাধার সৃষ্টি করায় তিনি মেরেছিলেন অভিযোগকারিণীদের।

২০১৮ সালে তাঁর আশ্রমের ১৮ বছরের এক সন্ন্যাসিনী বুদ্ধ বয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই ঘটনার অভিযোগ দায়ের হতে ফের নতুন করে তদন্ত শুরু হয় অভিযুক্তের বিরুদ্ধে। এর পর বুদ্ধ বয়ের আশ্রম থেকে চার জন মহিলার নিখোঁজ হওয়ার খবর মেলে। যাঁদের খোঁজ এখনও পাওয়া যায়নি।