
ঢাকা: ঘড়িতে তখন ভারতীয় সময় অনুযায়ী প্রায় সোয়া ২টো। বাংলাদেশে ২টো বেজে ৪৭ মিনিট। সেদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাজা ঘোষণার পর্ব। এক মিনিটের ব্যবধান। ঘড়িতে ২ টো বেজে ৪৮ মিনিট। হাততালিতে ফেটে পড়ল গোটা আদালত কক্ষ। শেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনাল ট্রাইব্যুনাল। এদিন বিকালেই ভারতকে আহ্বান জানাল ঢাকা। এই আহ্বান প্রাক্তন প্রধানমন্ত্রীকে আবার ঢাকায় ফেরত পাঠানোর। ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে হাসিনা আবার ঢাকায় ফিরিয়ে দেওয়ার আবেদন জানায় সেদেশের বিদেশমন্ত্রক। তা হলে নয়াদিল্লি কি হাসিনাকে এবার বাংলাদেশ সরকারের হাতেই তুলে দেবে? আইন-কাহন হাসিনা সাজা পেয়েছেন, তাঁর বিরুদ্ধে কী অভিযোগ, কেন এই সাজা, কোন ধারায় সাজা, এই সব প্রশ্ন এখন অতীত। যেটা তরতাজা তা হল তাঁর প্রত্যর্পণের দাবি। সেই বিষয়ে কী বলছে ভারত-বাংলাদেশ চুক্তি? দুই দেশের মধ্য়ে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুসারে, একজন অভিযুক্ত প্রত্যর্পণযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত হলে তখনই...